যানজটে নাজেহাল অমরপুরবাসী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, অমরপুর।। নিত্য যানজটে নাকাল হচ্ছেন অমরপুর বাজারের ক্রেতা বিক্রেতা সহ সাধারন পথচারীরা। বিগত বেশ কয়েক বছর ধরে অমরপুর বাজারে, বিশেষ করে অমরপুর মধ্য বাজার থেকে দক্ষিণ বাজারের শাস্ত্রীজী কর্নার পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সমস্যা লেগে রয়েছে। অথচ সমস্যা নিরসনে বাস্তব সম্মত কোন কার্যকরী পদক্ষেপ নেই মহকুমা প্রশাসনের কর্তাদের। কোনও হেলদোল নেই নগর পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের। ট্রাফিক ব্যবস্হার কথা বলে কোনও লাভ নেই। ফলে নিত্যদিন যানজটের শিকার হয়ে নাজেহাল হতে হচ্ছে স্কুল পড়ুয়া,অফিস যাত্রী,বাজারের ক্রেতা বিক্রেতা সহ সাধারণ নাগরিকদের।

মহকুমাবাসীর প্রত্যাশা ছিল, বিজেপি জোট সরকার পরিচালিত অমরপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ শহরে যানজটের দীর্ঘ মেয়াদি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে। কিন্ত বিজেপি জোট সরকারের পঞ্চান্ন মাস অতিক্রান্ত হয়ে গেছে। বিজেপি পরিচালিত নগর পঞ্চায়েতেরও একবছর অতিক্রান্ত। কিন্তু অদ্যাবধি অমরপুর বাজারকে যানজট মুক্ত করতে কেনও উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বাজারের যানজট সমস্যা চলছে লাগামহীন ভাবে। অমরপুর সাপ্তাহিক হাটবার প্রতি সোমবার এবং শুক্রবার। ওই দুইদিন বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি সপ্তাহের অনান্যদিনের তুলনায় অনেকটাই বেশি থাকে। তাছাড়াও অমরপুর বাজারের মধ্যেই রয়েছে চার চারটি ব্যাঙ্কের শাখা। বাজারের উত্তর প্রান্তে বীরগঞ্জ থানা,মহকুমা ম্যাজিসট্রেট অফিস, খাদ্য দপ্তরের অফিস, তহশিল কাছারি ইত্যাদি। ফলে ক্রেতা বিক্রেতার পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বাজারের উপর দিয়ে যাতায়াত করতে হয়।

দিন দিন জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বাইক,স্কুটি,ছোট গাড়ি সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা। তাছাড়া বাজারের ব্যবসায়ীদের পন্য পরিবাহী লরির সংখ্যাও আগের তুলনায় অনেকটা বৃদ্ধি হয়েছে। পন্য পরিবাহী লরি গুলির চালকরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেনা। নিজেদের মর্জিমত বাজারের উপরেই যত্রতত্র লরি দাড় করিয়ে লোড- আনলোড করে থাকে। রাস্তার দুই পাশে ঘন্টার পর ঘন্টা পার্কিং অবস্থায় পরে থাকে বাইক,বাই সাইকেল, টমটম,অটো রিক্সা,ছোট গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন। যা যানজটের অন্যতম প্রধান কারণ। সময়ের সাথে পাল্লা দিয়ে অমরপুরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তারা অমরপুরকে এগিয়ে নিয়ে যেতে পুরোপুরি ব্যার্থ। আজও অমরপুরে ট্রাফিক পুলিশ কিংবা ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠেনি। বাজারে ফুটপাথ বলতে কিছুই নেই।বাজারের জল নিকাশি ড্রেইন একাংশ ব্যবসায়ীর দখলে চলে গেছে।অধিকাংশ ব্যবসায়ীর নির্মান সামগ্রী মাসের পর মাস রাস্তার পাশে স্তুপিকৃত অবস্থায় পরে থাকছে। যা যানজটের তীব্রতা বাড়ানোর অন্যতম আরেকটি কারণ। ফলে মানুষের মধ্যে ব্যপক ক্ষোভ তৈরি হয়েছে। যানজটের কারণে বাজারে যওয়াটাই এখন আম জনতার কাছে আতংক হয়ে উঠেছে। শীঘ্রই এই বিষয়ে সদর্থক উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

10 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago