যান দুর্ঘটনার বলি এক স্কুটি চালক
দৈনিক সংবাদ অনলাইনঃ ভয়াবহ যান দুর্ঘটনার বলি এক স্কুটি চালক। ঘটনা বুধবার দুপুরে সিদ্ধি আশ্রম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর থেকে আগরতলাগামী একটি বাস গাড়ি সিদ্ধি আশ্রমের কাছে আসতেই একটি রড বোঝাই গাড়ি স্থানীয় গোডাউন থেকে হঠাৎ বের হবার সময়ই আগরতলাগামী বাস গাড়িটির সঙ্গে TR01AM4872 নম্বরের একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুটি চালকের। মৃতের নাম বাদল চন্দ্র সরকার, বয়স আনুমানিক ৫৪। পেশায় তিনি একজন পুলিশ কর্মী ছিলেন। ঘটনার পর স্থানীয় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়।