অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার ইন্ডিগোর রাতের শেষ ১৮০ আসনের এয়ারবাস বিমানটি আগরতলা – কলকাতা রুটে যাতায়াতে দীর্ঘ সময় বিলম্বিত হয়। কলকাতা থেকে রাত ৭টা ৪০ মিনিটে আগরতলায় আসার কথা থাকলেও বিমানটি আসে রাত ১০টা ৫০ মিনিটে। ফিরতি বিমানটি রাত ৮টা ২০ মিনিটের বদলে কলকাতায় রওয়ানা হয় রাত ১১টা ২০ মিনিট নাগাদ। কলকাতা থেকে বিলম্বিত বিমানটি রাত ১০টা ৫০ মিনিটে অবতরণের পর যাত্রীরা যখন লাগেজ নিয়ে টার্মিনাল ভবন
থেকে বের হন তখন রাত প্রায় সাড়ে এগারোটা। টার্মিনাল ভবন থেকে বের হয়ে যাত্রীরা বাড়ি ও গন্তব্যস্থলে যাওয়ার জন্য যানবাহনের সংকটে পড়েন। প্রিপেইড অটো পরিষেবায় কাউন্টার এতো রাতে খোলা থাকলেও প্রিপেইড অটো ছিল হাতে গোনা কয়েকটি। যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত সংখ্যায় প্রিপেইড অটো না থাকায় বাড়ি যেতে সমস্যা দেখা দেয়। যাত্রীর অভিযোগ এতো রাতে প্রিপেইড অটো পরিষেবা থেকে অটো সরিয়ে নিয়ে একাংশ অটো চালক ভাড়ায় দর কষাকষি শুরু করেন। অতিরিক্ত ও মর্জিমাফিক ভাড়া নেয়। তাতে, একাংশ অটো চালকের ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ হন বিমান যাত্রীরা। কোনও কোনও অটো চালক অসৈজন্যমূলক ব্যবহার করেন বলেও বিমান যাত্রীদের অভিযোগ। বিমান বিলম্বে এতে রাতে যাত্রীরা আগরতলা বিমানবন্দর থেকে কীভাবে বাড়িতে ফিরবেন রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কারোর খোঁজখবর নেই। কেউ খোঁজখবরও নেননি বলেও অভিযোগ। ক্ষুব্ধ যাত্রীদের এদিকে, বিমানবন্দরের একটি রানওয়ের সংস্কারের কাজ চলায় সেই বিমানবন্দরে বিমান উঠা-নামার কাজে প্রচণ্ড বিঘ্ন ঘটছে। শুক্রবার দিল্লী থেকে ইন্ডিগোর ১৮০ আসনের নির্ধারিত এয়ারবাসটি সরাসরি সময় মতো বিকাল তিনটা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে অবতরণ করলেও পুনরায় দিল্লী ফিরে যেতে বিড়ম্বনায় পড়ে। দিল্লী বিমানবন্দর এটিসি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বিলম্বে বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয়।
অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…
রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…
অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…
এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেসব অসুস্থ রোগী ভর্তি থাকেন সেসব অসুস্থ রোগীর…