????????????????????????????????????
যাবজ্জীবন কারাদণ্ড হল স্বভাবে বেয়াদব বাঘের । জানা গিয়েছে , রণথম্ভোর জাতীয় উদ্যানের টি -১০৪ নামে বাঘটির যাবজ্জীবন কারাদণ্ড হল । অপরাধ তার , সে বারবার মানুষ হত্যা করেছে । এছাড়াও নিজের প্রজাতির সঙ্গেও বনিবনা নেই তার । জাতীয় উদ্যানের কর্মীরা জানিয়েছেন , বাঘটি স্বভাবে ভীষণই উগ্র । কাউকে দেখলেই সে তেড়ে যায় । যার ফলে তার সঙ্গে প্রায়ই লড়াই লাগত এলাকার অন্যান্য বাঘেদের । প্রবল শক্তিশালী ওই বাঘের সঙ্গে লড়াই এতো সহজ ব্যাপার নয় । তাই তার ভয়ে এলাকার কয়েকটি বাঘ নিজেদের এলাকা ছেড়ে আশ্রয় নিচ্ছিল অগভীর জঙ্গলে জনবসতির কাছাকাছি এলাকায় । ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের । প্রশাসনের কাছে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বাঘকে বাগে আনতে না পেরে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গলের চিফ ওয়ার্ডেন । বাঘটিকে আজীবন খাঁচাবন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাঘটিকে পরিচিত এলাকা থেকে সরিয়ে অন্য জায়গায় নির্বাসন দেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে ।বন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন , ২০১৯ সালেই বন্দি করা হয় বাঘটিকে । তার আগেই সে পর্যটক – সহ তিনজনকে হত্যা করেছিল । তবে বন্দি হওয়ার পরেও তার স্বভাব বদলায়নি । রণথম্ভোর জাতীয় উদ্যানে বহু বাঘের সঙ্গেই লড়াই চলত তার । বাঘ বিশেষজ্ঞরা মনে করছেন , এই ধরনের বাঘগুলি সহৃদয় প্রকৃতির নয় । নিজের প্রজাতির অন্য বাঘের সঙ্গে মিলেমিশে থাকা এর স্বভাবে নেই । তাই এরা হিংস্র প্রকৃতির এবং একা থাকতেই পছন্দ করে । তা বুঝতে পেরেই রণথম্ভোর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাঘটিকে । তাকে আপাতত কম পর্যটক অধ্যুষিত মুকুন্দ্ৰ হিলস ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের দারা পাহাড়ি এলাকায় খাঁচাবন্দি করার সিদ্ধান্ত হয়েছে ।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…