যাবজ্জীবন কারাদন্ড হল বাঘের!

এই খবর শেয়ার করুন (Share this news)

যাবজ্জীবন কারাদণ্ড হল স্বভাবে বেয়াদব বাঘের । জানা গিয়েছে , রণথম্ভোর জাতীয় উদ্যানের টি -১০৪ নামে বাঘটির যাবজ্জীবন কারাদণ্ড হল । অপরাধ তার , সে বারবার মানুষ হত্যা করেছে । এছাড়াও নিজের প্রজাতির সঙ্গেও বনিবনা নেই তার । জাতীয় উদ্যানের কর্মীরা জানিয়েছেন , বাঘটি স্বভাবে ভীষণই উগ্র । কাউকে দেখলেই সে তেড়ে যায় । যার ফলে তার সঙ্গে প্রায়ই লড়াই লাগত এলাকার অন্যান্য বাঘেদের । প্রবল শক্তিশালী ওই বাঘের সঙ্গে লড়াই এতো সহজ ব্যাপার নয় । তাই তার ভয়ে এলাকার কয়েকটি বাঘ নিজেদের এলাকা ছেড়ে আশ্রয় নিচ্ছিল অগভীর জঙ্গলে জনবসতির কাছাকাছি এলাকায় । ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের । প্রশাসনের কাছে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বাঘকে বাগে আনতে না পেরে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গলের চিফ ওয়ার্ডেন । বাঘটিকে আজীবন খাঁচাবন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাঘটিকে পরিচিত এলাকা থেকে সরিয়ে অন্য জায়গায় নির্বাসন দেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে ।বন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন , ২০১৯ সালেই বন্দি করা হয় বাঘটিকে । তার আগেই সে পর্যটক – সহ তিনজনকে হত্যা করেছিল । তবে বন্দি হওয়ার পরেও তার স্বভাব বদলায়নি । রণথম্ভোর জাতীয় উদ্যানে বহু বাঘের সঙ্গেই লড়াই চলত তার । বাঘ বিশেষজ্ঞরা মনে করছেন , এই ধরনের বাঘগুলি সহৃদয় প্রকৃতির নয় । নিজের প্রজাতির অন্য বাঘের সঙ্গে মিলেমিশে থাকা এর স্বভাবে নেই । তাই এরা হিংস্র প্রকৃতির এবং একা থাকতেই পছন্দ করে । তা বুঝতে পেরেই রণথম্ভোর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাঘটিকে । তাকে আপাতত কম পর্যটক অধ্যুষিত মুকুন্দ্ৰ হিলস ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের দারা পাহাড়ি এলাকায় খাঁচাবন্দি করার সিদ্ধান্ত হয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

2 days ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

2 days ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

2 days ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

2 days ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

3 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

3 days ago