যারা প্রতিশ্রুতি রাখে না, তারা ভণ্ড : অনিমেষ।
অনলাইন প্রতিনিধি :- ২০২৩-২৪ অর্থ বছরে রাজ্যের অন্য যেখানে ২৭,৬৫৪ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে সেখানে এডিসির জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৬৭২ কোটি ৬৪ লক্ষ টাকা। অর্থাৎ ২.৭ শতাংশের কাছাকাছি। বরাদ্দকৃত এই বাজেটে তিপ্রাসাদের কোনও উন্নয়নই সম্ভব নয়। শুক্রবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একটি পরিসংখ্যান তুলে ধরে তা স্পষ্টভাবেই বুঝিয়ে দেন। তিনি আরও বলেন, টিটিএএডিসি এলাকায় মোট ২৫টি দপ্তর থাকলেও বাজেটে শুধুমাত্র ১৪টি দপ্তরের কথাই উল্লেখ করা হয়েছে। এ থেকেই বোঝা যায় তিপ্রাসাদের কতটা উন্নতি চায় তারা। বিধানসভা ভবনে বিরোধী দলনেতার কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন তিনি বললেন, বিরোধী তিপ্ৰা মথা ছাড়াও সিপিআই(এম) এবং কংগ্রেস বরাবরের মতোই রাজ্য বিধানসভায় তথ্যভিত্তিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত জানতে চায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্য সদস্যরাও কৌশলে এড়িয়ে যান এসব। অথচ দলীয় কার্যালয়ে বসে তারই আবার ব্যাখ্যা দেন মন্ত্রী। রতনলাল নাথ। বিরোধী দলনেতা বলেন, মন্ত্রী সেদিন জানিয়েছেন রাজ্যের ৩১ শতাংশ জনজাতিদের জন্য ৩৯.৮১ শতাংশ বাজেট নাকি বরাদ্দ রাখা হয়েছে। এমনকী ২০১৮-১৯ সালে সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাকি বরাদ্দের পরিমাণ বাড়িয়ে চলেছে বিজেপি শাসিত জোট সরকার। এর মধ্যেই আবার । ২০২৩-২৪ সালের বাজেটে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে ৩৯.৮১ শতাংশ। বিরোধী দলনেতা বলেন, বিদ্যুৎমন্ত্রী এসব তথ্য বিধানসভায় কেন বলেননি! তবে কি বিরোধী বেঞ্চের সদস্যরা তাকে চেপে ধরার মতো কোনও ভয় কাজ করেছিল তার? তিনি বলেন, আমরা কখনই ৩১ শতাংশ জনজাতিদের জন্য ৩৯.৮১ শতাংশ বরাদ্দ চাইনি। আমরা মনে করি, জনজাতিদের পাশাপাশি সাধারণ ক্যাটাগরি থেকে শুরু করে এসসি কিংবা অন্যান্য সম্প্রদায়ভুক্ত জনগণেরও সমানতালে এগিয়ে আসতে হবে। তার আরও প্রশ্ন, বরাদ্দ বেশি দেখিয়ে বছরের পর বছর কাজ না করালে কীভাবেই বা উন্নয়ন সম্ভব হবে এডিসির ? কাজ না করানোয় এখন ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত প্রদান করা যাচ্ছে না। অথচ মন্ত্রী বলছেন, টাকা দিচ্ছেন। এক তথ্যে তিনি বলেন, গত দুটি আর্থিক বছরে ২৬৩ কোটি টাকারও বেশি অব্যয়িত রয়ে যায়। যার জেরে এডিসির বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, সব ক্ষেত্রেই একপ্রকার বেহাল দশা চলছে।এদিন বরাদ্দকৃত বাজেটের মোট অর্থরাশি নিয়ে বিরোধী দলনেতা বলেন, বছর
প্রতি এডিসির যে ১৪টি দপ্তরের কথা উল্লেখ করা হয়েছে তাতে রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীর বেতন বাবদ খরচ পড়বে ২০৮ কোটি টাকার কাছাকাছি। এড়াছাও বিভিন্ন কর্মচারী মিলে মোট খরচ হবে ৫৮০ কোটি টাকারও বেশি। অর্থাৎ অবশিষ্ট থাকবে কেবলমাত্র ৯২ কোটি টাকা। এদিয়েই এডিসি উন্নয়ন! আসলে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল নিতে গিয়েই রাজ্য বিধানসভায় প্রসঙ্গ এড়িয়ে এখন দলীয় কার্যালয়ে গিয়ে বিস্তৃত বুঝাচ্ছেন মানুষকে। বিরোধী দলনেতা বলেন, আইসিএ থেকে শুরু করে নির্বাচন, জনজাতি দপ্তর, বন, আরডি, উচ্চশিক্ষা, এমন মোট ২৮ দপ্তরভিত্তিক বিভিন্ন প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছিল বিধানসভায়। মুখ্যমন্ত্রী নিজেও এসবের উত্তর এড়িয়ে যান বলে তিনি জানান।দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের রাজ্যে অবতরণের দিন তিনি মনে করিয়ে দেন, শেষবারের মতো রাজ্যে এসে জনজাতিদের জন্য ১,৩০০ কোটি টাকা খরচ করা হবে বলে তিনি জানিয়েছিলেন। কার কাছে এই টাকা প্রদান করা হলো, এদিন তাও জানতে চাইছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারে না যে সরকার, সেই সরকারের মন্ত্রীরাই আবার ভেসধারী বলে আখ্যায়িত করে তিপ্রা মথাকে। মন্ত্রী রতনলাল নাথকে কটাক্ষ করেই এই ইঙ্গিত করেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আরও জুড়ে দিলেন,বর্তমান সময়ে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বেহাল দশায় রয়েছে বিদ্যুৎ দপ্তরটি। লোডশেডিং হলে ৩-৪ ঘণ্টা তো দূরের কথা ৩-৪ দিনেও দেখা মিলে না বিদ্যুতের।