Categories: বিদেশ

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত অন্তত ৯

এই খবর শেয়ার করুন (Share this news)

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা। এতে অন্তত ৯ জন নিহত। নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি গোলাগুলীর ঘটনায় এসব প্রাণহানি হয় ৷ আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক হিংসার পৃথক এই ঘটনা চিনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি নৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে ঘটল। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় ১১ জন নিহত হয়। এএফপি বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত খামারে দুটি গোলাগুলীর খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন । উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গোলাগুলীর বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনও হুমকি নেই। অন্যদিকে আইওয়াতে স্টার্টস রাইট হিয়ার নাম স্কুলে গোলাগুলীর ঘটনা সংঘটিত হয়। এই সংস্থাটি ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য শিক্ষামূলক মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনা করে থাকে। গোলাগুলীর ওই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা এএফপিকে ডেস মইনেস পুলিশ বিভাগের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তি ছাত্র। তারা হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত তৃতীয় ব্যক্তি ওই স্কুলের একজন কর্মচারী এবং তার অবস্থা গুরুতর। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হিংসা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ নাগরিকদের আগ্নেয়াস্ত্র সহজে হাতে পাওয়ার বিষয়ে মার্কিন রাজনীতিতে উত্তেজনাপূর্ণ বিতর্কের মধ্যেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে গণহারে গুলী চালানোর ৬৪৭টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন বন্দুকধারীর গুলীতে অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন। এএফপি বলছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র জুড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ গুলীর আঘাতে মারা গেছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago