যুগ যুগ ধরে বঞ্চনার শিকার তুইছামার জনজাতিরা!!
অনলাইন প্রতিনিধি :-ভোট আসে ভোট যায়,সরকার আসে সরকার যায়, তারপরও শুধু মাত্র একটি বক্স কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়না যুগের পর যুগ ধরে। অথচ, এই একটি মাত্র বক্স কালভার্ট নির্মাণেই পাল্টে দিতে পারে তুইছামা ভিলেজে বসবাসকারী জনজাতি পরিবার গুলির জীবনযাত্রার মান। ভিলেজ বাসিদের ভরসা গাছের বাকল দিয়ে নিজেদের তৈরি করা ফুটব্রীজ। অমরপুর আরডি ব্লকের অন্তর্গত তুইছামা ভিলেজে ষাট/পঁয়ষষ্টি পরিবারের বসবাস। অমরপুর শহর থেকে তুইছামা ভিলেজের দুরত্ব কমবেশি পনেরো কিলোমিটার। তবে করবুক মহকুমার উপনগরী চেলাগাংয়ের দুরত্ব আড়াই কিলোমিটার। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারনে ভিলেজ বাসিরা চেলাগাং উপনগরীর উপরই নির্ভরশীল। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারনেই বর্ষার মরশুমে সেটাও বন্ধ হয়ে অবরুদ্ধ জীবন যাপন করতে হয় ভিলেজ বাসীদের। যুগের পর যুগ ধরে এই দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। তারপরও তারপরও হুস নেই কারও।