যুদ্ধবিরতি শেষ, ফের রুশ সেনাদের গোলা

 যুদ্ধবিরতি শেষ, ফের রুশ সেনাদের গোলা
এই খবর শেয়ার করুন (Share this news)

রবিবার সকালে পুতিন আহূত ৩৬ ঘন্টার যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র রুশ সেনারা বোমা ও গোলাবর্ষণ শুরু করে পূর্ব ইউক্রেনে। রাশিয়ান অর্থডক্স ক্রিসমাস উপলক্ষে ৩৬ ঘন্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন। জেলেনস্কি বলেছেন, যুদ্ধবাজ পুতিন তার হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা তাকে সুফল দেয়নি। ইতিপূর্বে নভেম্বর – ডিসেম্বর মাসে যুদ্ধবিরতি ঘটাতে ইউক্রেনের আহ্বানে সাড়া দেয়নি রাশিয়া। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী রাশিয়ান অর্থডক্স চার্চ শনিবার ক্রিসমাস উদযাপন করেছে। এই জন্য পুতিন শুক্রবার মধ্যদিন থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। রাশিয়ার হাতে আক্রান্ত ইউক্রেনও সেদিন উদযাপন করেছে ক্রিসমাস। এই যুদ্ধের প্রতি সমর্থন থাকায় অর্থডক্স কে প্রশংসায় ভাসিয়েছেন পুতিন। তিনি গিয়েছেন ক্যাথেড্রাল অব অ্যানানসিয়েশন আয়োজিত অনুষ্ঠান দেখতে। জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি চাইলে রাশিয়া সেনা ফিরিয়ে নিক ইউক্রেন থেকে। গতকাল রাতের ভাষণে জেলেনস্কির দাবি ইউক্রেনকে সর্বাত্মক আক্রমণের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়া প্রায় ১ লক্ষ ১০ হাজার সেনা হারিয়েছে। বাইডেন পরিহাস পূর্বক বলেছেন, রাশিয়া ইউক্রেনকে আক্রমণে ক্লান্ত হয়েছিল। তাই একটু বিরতি দিলেন পুতিন ৩৬ ঘন্টার যুদ্ধবিরতি দ্বারা। যেন নব উদ্যমে রুশ সেনারা আবার চার্চ,নাসারি হাসপাতালগুলোতে হামলা চালাতে পারে। ইউক্রেন লড়ছে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য। যদিও ইতিমধ্যে রাশিয়া অনেক ইউক্রেনিয় শহরের দখল নিয়েছে এগুলো….উদ্ধারের লক্ষ্যে এগোচ্ছে ইউক্রেনিয় বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। ২৪ ফেব্রুয়ারী রাশিয়ার হাতে আক্রান্ত হয় ইউক্রেন। সেই থেকে চলছে যুদ্ধ।….

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.