যুদ্ধ বন্ধে ব্যর্থতার দায় নিরাপত্তা পরিষদেরঃ গুতেরেস।

 যুদ্ধ বন্ধে ব্যর্থতার দায় নিরাপত্তা পরিষদেরঃ গুতেরেস।
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ   ইউক্রেন সফররত রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সে দেশে যুদ্ধ বন্ধ বা শেষ করতে ব্যর্থতার জন্য তার সংস্থারই অঙ্গ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন । গতকাল কিভে রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় সন্ধ্যার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি।বৃহস্পতিবার সফরের  শুরুতে রাষ্ট্র সংঘ মহাসচিব ইউক্রেনের রাজধানীর কিভের আশপাশের  যুদ্ধবিধস্ত শহরগুলো পরিদর্শন করেন তিনি এসময় যুদ্ধের নিন্দা করে একে অগ্রহণযোগ্য ও একুশ শতকে অবাস্তব এক ঘটনা বলে আখ্যায়িত করেন। গুতেরেস তখন গণহত্যার অভিযোগ তদন্তে সহায়তার জন্য রাশিয়ার প্রতি সহযোগিতারও আহ্বান। অ্যান্তোনিও গুতেরেস সংবাদ সম্মেলনে বলেন , আমাকে স্পষ্ট করে বলতে দিন নিরাপত্তা পরিষদ এই যুদ্ধ প্রতিরোধ ও শেষ করার জন্য তার ক্ষমতা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে । এটি গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে । তবে আমরা রাষ্ট্রসংঘের নারী ও পুরুষ কর্মীরা অনেক সাহসী ইউক্রেনিয় সংগঠনের পাশাপাশি সে দেশের জনগণের জন্য প্রতিদিন কাজ করছি । গুতেরেস জানান মারিওপোল থেকে আটকা পড়া মানুষদের সরিয়ে আনাকে বাস্তব রূপ দিতে তিনি রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন । সংবাদ সম্মেলনে গুতেরেস আবারও বলেন রাশিয়ার আক্রমণ ইউক্রেনের ভূখণ্ড এবং রাষ্ট্রসংঘের সনদ উভয়েরই লঙ্ঘন । এদিকে , রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি ও রাষ্ট্রসংঘের মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলনের সময়ই কিভে দুটি বিস্ফোরণ ঘটে । ইউক্রেনিয় কর্মকর্তারা বলেছেন এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা । তবে গুতেরেস বলেছেন রাষ্ট্রসংঘ হাল ছাড়বে না । শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে চলবে।

Avatar

Dainik Sambad

Leave a Reply

Your email address will not be published.