“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

 “যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে এমনটাই জানালেন দেশের প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷ সেনাবাহিনী যুদ্ধ যেতে প্রস্তুত থাকলেও তার আগে কূটনৈতিকতাকেই বেছে নেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷ পুনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান ৷ অনুষ্ঠানে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে ৷ তিনি বলেন, “অবশেষে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, তা কোনও যুদ্ধবিরতি নয় ৷ বরং, সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ করা হয়েছে ৷ আগামিদিনে কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৷”নির্দেশ পেলে সেনাবাহিনী যুদ্ধ যেতে প্রস্তুত হলেও তার আগে কূটনৈতিকতাকেই বেছে নেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.