Categories: বিদেশ

যুদ্ধ বিমানে চিনা যন্ত্রাংশ

এই খবর শেয়ার করুন (Share this news)

আমেরিকার এফ -৩৫ যুদ্ধবিমানে মিলল চিনা যন্ত্রাংশ । ফলে নতুন জেট কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন । বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট । ফলে ‘ সর্ষের মধ্যেই ভূত ’ থাকার এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ওয়াশিংটন । এফ -৩৫ যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণে ব্যবহৃত একটি যন্ত্রাংশ চিনে তৈরি । বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে , ইঞ্জিনে চিনা যন্ত্রাংশ থাকার কথা স্বীকার করেছে যুদ্ধবিমানটির নির্মাণকারী সংস্থা ‘ লকহিড মার্টিন ’ । এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মার্কিন ডিফেন্স কনট্রাক্ট ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র রাসেল গোয়েমায়ের জানিয়েছেন , অবৈধ চিনা যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি আগষ্টের ১৯ তারিখ এফ -৩৫ জয়েন্ট প্রোগ্রাম অফিসকে জানিয়ে দেওয়া হয়েছে । তিনি বলেন , ‘ আপাতত নতুন এফ -৩৫ জেট কেনা স্থগিত রাখা হয়েছে । ‘ জানা গিয়েছে , এফ -৩৫ বিমানগুলির ইঞ্জিনে একটি বিশেষ ধরনের চুম্বক ব্যবহার করা হয় । সেটি তৈরি করে ‘ হানিওয়েল ’ নামের একটি মার্কিন সরকারী সংস্থা । গত আগষ্ট মাসে সংস্থাটি জানতে পারে , বিশেষ চুম্বক তৈরির জন্য কেনা একটি সরঞ্জাম চিনে তৈরি । এবং তা অনুমতি ছাড়াই জোগান দিয়েছে এক সাপ্লায়ার । বলে রাখা ভালো , এফ -৩৫ জেটগুলির ফ্রেম লকহিড মার্টিন তৈরি করলেও ইঞ্জিন নির্মাণ করে হানিওয়েল । এদিকে , চিনা যন্ত্রাংশের ফলে আমেরিকার এই পঞ্চম প্রজন্মের বিমানের গোপন তথ্য লালফৌজের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । যদিও এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে , বিমানটির সফটওয়্যার , রাডার বা অন্য ক্ষমতা সংক্রান্ত গোপন তথ্য লিক হওয়ার কোনও সুযোগ নেই । অনুমতি ছাড়া চিনা যন্ত্রাংশ তৈরি করার জন্য আপাতত সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ করা হয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

22 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

22 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

23 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

23 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

23 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

23 hours ago