যুবককে খুনের চেষ্টা!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। মাত্র ৩০০ টাকার জন্য এক যুবককে খুন করার উদ্দেশ্যে ছুরির আঘাতে রক্তাক্ত করা হলো। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে বলে খবর। ঘটনা বুধবার রাতে বাধারঘাট ইচা বাজার এলাকায়। আহত যুবকের নাম গোপাল নম (৩০)।অভিযোগ, অভিজিৎ দেব এবং বাপ্পি দাশগুপ্ত নামে দুই যুবক খুনের উদ্দেশ্যে গোপাল নমকে ছুরি দিয়ে আঘাত করে। অভিজিৎ দেবের কাছে ৩০০ টাকা পায় গোপাল। বুধবার রাতে গোপাল নম সেই পাওনা টাকা চাওয়াতেই এই ঘটনা বলে অভিযোগ। পরিবারের তরফে দুই যুবককের বিরুদ্ধে এডি নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।