দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মানসিক ভারসাম্যহীন এক যুবকের এলোপাথাড়ি হাতুড়ির আক্রমণে রক্তাক্ত হলো ষাট ঊর্ধ ব্যক্তি থেকে শুরু করে মোট পাঁচজন সাধারণ মানুষ। ঘটনা শনিবার সন্ধ্যায় খোয়াই পরশুরাম বাড়ি বাজারে। ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি দুজনকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত করেই যুবকটি জঙ্গলে গা ঢাকা দিয়েছে। ঘটনার খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ওই যুবকটিকে ধরতে পারেনি।
আহতদের মধ্যে জনীল দেববর্মা(২৭), মঙ্গল দেববর্মা(৬১), ও পঙ্কজ দেববর্মাকে(৪২) আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের মধ্যে পন্ডিত দেববর্মা(৫২) এবং রথীন্দ্র দেববর্মাকে(২৫) খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামেরই মানসিক ভারসাম্যহীন যুবক ভূপেন্দ্র দেববর্মা শনিবার সন্ধ্যায় হঠাৎ বাজারে এসে উপস্থিত হয় একটি হাতুরা নিয়ে। কোন কিছু বুঝে ওঠার আগেই সে একের পর এক সাধারণ মানুষের মাথায় আঘাত করতে থাকে। ঘটনার পরই ওই পাঁচ ব্যক্তি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাজারের লোকজন এগিয়ে আসলে ভূপেন্দ্র পার্শ্ববর্তী জঙ্গলে গা ঢাকা দেয়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…