এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর । এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ মেরুন ব্রিগেড খেলবে কলকাতায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে । বৃহস্পতিবার এএফসি কাপের সূচি চূড়ান্ত করার পর এএফসির তরফে জানানো হয় , আগামী সাত সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আশিয়ান জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালে নামতে চলেছে এটিকে মোহনবাগান । ফলস্বরূপ প্লে অফ এবং গ্রুপ পর্বের ম্যাচের মতোই মাঠ ভর্তি নিজেদের সমর্থকদের সমর্থনে সেমিফাইনাল খেলবে সবুজ – মেরুন ব্রিগেড । ইন্টার জোনাল সেমিফাইনালে বাগানের মুখোমুখি হওয়ার দৌড়ে রয়েছে চারটি দল ।
ভিয়েতনামের ভিয়েট্রেল এফসি , মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি , ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার এবং মালয়েশিয়ার কেদা দারুল অমন এফসি । এদের মধ্যে কারা ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ – মেরুন বাহিনীর মুখোমুখি হবে তা ঠিক হয়ে যাবে ২৪ আগষ্ট , আশিয়ান জোনের ফাইনালে । অপরদিকে , ইতিমধ্যেই ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছ হংকংয়ের ইস্টার্ন এসসি । তারা সেমিফাইনালে খেলবে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে । যে দৌড়ে রয়েছে তাজিকিস্তানের এফসি খুজন্দ ও উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা । ম্যাচ ১৭ আগষ্ট ।
সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে ছয় সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ইস্টার্ন এসসি কাদের মুখোমুখি হবে । উল্লেখ্য , গতবারও ইন্টার জোনাল সেমিফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান । আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে সেই দল উজবেকিস্তানের নসফ এফসির কাছে ০-৬ গোলে পরাস্ত হয়েছিল । এবার ঘরের মাঠে খেলার সুবাদে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান।
অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…
অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…