এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর । এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ মেরুন ব্রিগেড খেলবে কলকাতায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে । বৃহস্পতিবার এএফসি কাপের সূচি চূড়ান্ত করার পর এএফসির তরফে জানানো হয় , আগামী সাত সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আশিয়ান জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালে নামতে চলেছে এটিকে মোহনবাগান । ফলস্বরূপ প্লে অফ এবং গ্রুপ পর্বের ম্যাচের মতোই মাঠ ভর্তি নিজেদের সমর্থকদের সমর্থনে সেমিফাইনাল খেলবে সবুজ – মেরুন ব্রিগেড । ইন্টার জোনাল সেমিফাইনালে বাগানের মুখোমুখি হওয়ার দৌড়ে রয়েছে চারটি দল ।
ভিয়েতনামের ভিয়েট্রেল এফসি , মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি , ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার এবং মালয়েশিয়ার কেদা দারুল অমন এফসি । এদের মধ্যে কারা ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ – মেরুন বাহিনীর মুখোমুখি হবে তা ঠিক হয়ে যাবে ২৪ আগষ্ট , আশিয়ান জোনের ফাইনালে । অপরদিকে , ইতিমধ্যেই ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছ হংকংয়ের ইস্টার্ন এসসি । তারা সেমিফাইনালে খেলবে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে । যে দৌড়ে রয়েছে তাজিকিস্তানের এফসি খুজন্দ ও উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা । ম্যাচ ১৭ আগষ্ট ।
সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে ছয় সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ইস্টার্ন এসসি কাদের মুখোমুখি হবে । উল্লেখ্য , গতবারও ইন্টার জোনাল সেমিফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান । আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে সেই দল উজবেকিস্তানের নসফ এফসির কাছে ০-৬ গোলে পরাস্ত হয়েছিল । এবার ঘরের মাঠে খেলার সুবাদে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…