অনলাইন প্রতিনিধি || ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার রাজ্যব্যাপী পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। সরকারি স্তরে মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে। অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন, ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, যুব কল্যাণ ও শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আমলারা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা বিভিন্ন যোগা প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুসরণ করে প্রত্যেক দিন যোগাকে জীবনের কর্মসূচিতে রাখার আহ্বান জানান। শুধু সরকারি স্তরেই নয়, বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগেও আন্তর্জাতিক যোগা দিবস বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয় এন এস আর সি সি হলে। সেখানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন কর্মকর্তা এবং ছাত্র ছাত্রীরা। উপস্থিত সকলে ই যোগা দিবসকে মর্যাদা দিয়ে বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করে। এদিন, বিজেপি ৯নং বনমালীপুর মন্ডলের পক্ষ থেকেও রাজধানীর গান্ধী স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। সেখানে দলীয় কার্যকর্তা এবং স্হানীয় জনগন যোগায় অংশ নিয়েছে। শুধু আগরতলাতেই নয়, রাজ্যের সব মহকুমাতেও সরকারি ও বেসরকারি স্তরে দিনটি উদযাপন করা হয়।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…