যোগাকে জীবনের অঙ্গ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার রাজ্যব্যাপী পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। সরকারি স্তরে মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে। অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন, ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, যুব কল্যাণ ও শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আমলারা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা বিভিন্ন যোগা প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুসরণ করে প্রত্যেক দিন যোগাকে জীবনের কর্মসূচিতে রাখার আহ্বান জানান। শুধু সরকারি স্তরেই নয়, বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগেও আন্তর্জাতিক যোগা দিবস বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয় এন এস আর সি সি হলে। সেখানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন কর্মকর্তা এবং ছাত্র ছাত্রীরা। উপস্থিত সকলে ই যোগা দিবসকে মর্যাদা দিয়ে বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করে। এদিন, বিজেপি ৯নং বনমালীপুর মন্ডলের পক্ষ থেকেও রাজধানীর গান্ধী স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। সেখানে দলীয় কার্যকর্তা এবং স্হানীয় জনগন যোগায় অংশ নিয়েছে। শুধু আগরতলাতেই নয়, রাজ্যের সব মহকুমাতেও সরকারি ও বেসরকারি স্তরে দিনটি উদযাপন করা হয়।

Dainik Digital

Recent Posts

সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :-বিভিন্নঅঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার…

2 days ago

কমিউনিস্টদের ঘরে যুবদের শ্রীকোনও স্থান নেই: বিপ্লব।।

অনলাইন প্রতিনিধি :-চুলে পাকধরার আগ পর্যন্ত কোনও মূল্যই থাকে না কমিউনিস্টদের ঘরে।জাতীয় যুব দিবসের এক…

2 days ago

চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে ১৫ থেকে!!

অনলাইন প্রতিনিধি :-নাট্যভূমির উদ্যোগে নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসব আগামী ১৫ জানুয়ারী…

2 days ago

মিডিয়ার স্বাধীনতা।।

গত বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে গৃহীত হয় গত বছরের মে মাসে ইউরোপীয় ই…

2 days ago

ভাঙনের পথে।।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও সংখ্যা বাড়িয়ে,তিনশোর বেশি আসন নিয়ে বিজেপির ক্ষমতায় ফেরার পরে অনেক রাজনৈতিক…

3 days ago

জিবি, আইজিএমে ওষুধ সঙ্কটে রোগীরা চরম বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকার হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থাপনায় রোগীর দুর্ভোগ কমাতে সচেষ্ট হয়েছে…

3 days ago