রক্ত ও মানবতার সঙ্কট

এই খবর শেয়ার করুন (Share this news)

রক্তশূন্যতায় ভুগিতেছে রাজ্যের হাসপাতালগুলি । সকল জেলা হাসপাতাল যেখানে ব্লাডব্যাঙ্ক রহিয়াছে কিংবা রাজধানীর প্রধান হাসপাতাল সর্বত্রই এক চেহারা । সাধারণ রক্ত জোগাড় হইতেছে না । সাধারণ মানুষের এই অসহায়তা কাটাইতে প্রশাসনের কেহই আগাইয়া আসিতেছে না । রক্ত যেহেতু কোনও কলকারখানায় তৈয়ারি হয় না এবং তৈয়ারি করাও যায় না তাই দাতাই রক্তের ভরসা। এই দাতা কে হইবেন ? এই সমাজ হইতেই আসিবেন দাতারা । মূলত যুবসমাজ আগাইয়া আসিবে রক্তদানে । সেই রক্ত আর্তের ভরসা হইবে। মানুষের প্রাণ বাঁচিবে । তাই বলা হইয়া থাকে রক্তদান এক মহৎ দান। রক্তদানের কোনও বিকল্প নাই ।

কিন্তু রক্তদান হইতেছে না । কোথাও কোথাও রক্তদানের আয়োজন হইলেও রক্ত সংগ্রহের নিমিত্ত দপ্তর হইতে যে ব্যাগ দিবার কথা তাহা পাওয়া যাইতেছে না কিংবা রাজনৈতিক রঙের কারণে রক্তদান বানচাল হইতেছে । প্রশাসনে রক্তের ব্যাগের আকাল একটি সাময়িক বিষয় হইতে পারে সুপ্রশাসনিক সিদ্ধান্তের অভাবে হয়তো সময়ে ব্যাগ কেনা হয় নাই। এইবার ব্যাগ কেনা হইবে । কিন্তু ব্যাগ কিনিলেই কি ব্যাগ ভরিবে? রক্তদানকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার প্রচেষ্টার কথা অতীতে আমরা শুনিয়াছি । প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাহার সকল বেসরকারী অনুষ্ঠানকে রক্তদান শিবিরের চেহারা দিতে পারিয়াছিলেন । এক সময় দেখা গিয়াছে কোনও ক্লাব কিংবা সংস্থা সংগঠন মুখ্যমন্ত্রীকে তাহাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ করিতে চাহিলে , উদ্বোধক বা প্রধান অতিথি করিতে চাহিলে মুখ্যমন্ত্রীর দপ্তর হইতে জানাইয়া দেওয়া হইতো , আপনাদের অনুষ্ঠানে রক্তদানের কোনও কর্মসূচি থাকিলে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে সেইখানে উপস্থিত থাকিবেন ।

দেখা যাইতো মুখ্যমন্ত্রী পারতপক্ষে রক্তদানের কোনও অনুষ্ঠানে গরহাজির থাকিতেন না । এই ঘটনাটিকে এক সময় সমালোচকেরা নেতিবাচক দৃষ্টিতেও বিবৃত করা হইতো । মানিক সরকার মুখ্যমন্ত্রী যুব সমাজের রক্ত লইয়া রসিকতা করিতেছে কদর্থে সমালোচনা হইতো অপ্রকাশ্যে। এই সমালোচনার খানিক কারণও ছিল । রক্তদানের ধারাবাহিকতা তৈরি হইলেও হাসপাতালের ব্লাডব্যাংকগুলিতে সংরক্ষণের ব্যবস্থা সেই প্রকারে করা হয় নাই । তাহা ছাড়া মানবদেহের রক্ত একটি নির্দিষ্ট সময়ের পর সংরক্ষিত রাখা যায় না। সেই রক্ত আর মানব দেহের কাজে আসে না । ফলত মাঝে মাঝেই অপচয় ঘটিত । রক্তদানের ধারাবাহিকতা যেন রক্ষিত হয় আবার ব্লাডব্যাঙ্কে অতিরিক্ত রক্তের মজুত না হয় তার জন্য রক্ত সঞ্চালন পর্যদ বিভিন্ন দাতা সংস্থাগুলিকে বাৎসরিক রক্তদানে উদ্বুদ্ধ করিয়া ক্যালেন্ডার প্রণয়ণের জন্য উৎসাহিত করিয়াছিল।
ইহাতে সুফলও পাওয়া যায় । সারা বৎসর ধরিয়া কোথাও রক্তদান হইত এবং জোগান অক্ষুন্ন থাকিত । কিন্তু সরকার পরিবর্তনের পর রক্তদানের এই শৃঙ্খলা ভাঙিয়া গেল স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব লইয়া সুদীপ রায় বর্মণ রক্তদানের এই শৃঙ্খলা অটুট রাখিবার প্রয়াস লইয়াছিলেন । মানবিকতার স্বার্থে , মানবতার স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে রক্তদানে আগাইয়া আসিতে আহ্বান জানাইলেন শুধু নহে , প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক স্টেজে দাঁড়াইয়া এই রক্তদানে সকলকে আগাইয়া আসিতে বলিলেন।

কিন্তু তাহার স্বাস্থ্যমন্ত্রিত্ব যেমন দীর্ঘস্থায়ী হইলো না তেমনি দলমত নির্বিশেষে সবার পক্ষে রক্তদান সম্ভব হইলো না । বিরোধী রাজনৈতিক দলের রক্তদান শিবিরমুখী রক্ত সঞ্চালন পর্ষদের গাড়ি আটকাইয়া দেওয়া হইলো। বিরোধী দলের রক্তদাতাদের আক্রমণ করিয়া রক্তাক্ত করা হইলো । আবার এমন নহে যে শাসকদলের দলীয় কর্মসূচিতে রক্তদান আবশ্যক করিয়া দিয়া ঘাটতি পূরণ করা হইয়াছিল । ইহাও করা হয় নাই । গত তিন , চার , সাড়ে চার বৎসরে রক্তদানের সংস্কৃতিটাই হারাইয়া গেল । ক্লাব , নানা সংস্থায় সকল অনুষ্ঠান আনুষ্ঠানিকতা আগের মতোই রহিয়াছে নাই কেবল রক্তদান । আর সম্প্রতি স্বাস্থ্য প্রশাসনে নবতর সংযোজন হইলো রক্তের ব্যাগের অভাব । অর্থাৎ রক্তের আকাল ঘুচাইয়া দিতে কাহারও কোনও উদ্যোগ আয়োজন দেখা যাইতেছে না । আবার ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদই কেমন রক্তশূন্যতায় নির্বল , তাহাদের কোনও তৎপরতা নাই । সকল কিছু মিলিয়া বলিতে হয় রক্তদান যদি মানব জীবনের মহৎ দান তাহা হইলে এই মুহূর্তে এই রাজ্যে মানবতার সঙ্কট চলিতেছে , অন্তত স্বাস্থ্যক্ষেত্রে তো বটেই।

Dainik Digital

Recent Posts

ইএসআইর ডিসপেনসারির বেহাল দশায় রোগীরা বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…

1 day ago

নয়া উদ্বেগ এইচএমপিভি!!

২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…

1 day ago

আরও ২৫ স্কুল বিদ্যাজ্যোতির আওতায়!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…

1 day ago

তীব্র ভূমিকম্প তীব্বতে, মৃত্য মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…

1 day ago

এনএইচআইডিসিএলের ভূমিকা রহস্যজনক, প্রশ্নের মুখে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…

1 day ago

কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…

1 day ago