Categories: খেলা

রঞ্জিতে নেই ডিআরএস

এই খবর শেয়ার করুন (Share this news)

গত বুধবার থেকে মধ্য প্রদেশ ও মুম্বই রঞ্জির ফাইনালে খেলছে । আর ফাইনাল ম্যাচের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিল । ক্রিকেট বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই । ভারতের যে দলের কোনও আন্তর্জাতিক ম্যাচের মুনাফা অন্য যে কোনও দেশের তুলনায় বেশি । সম্প্রতি আইপিএলের সম্প্রচার স্বত্ব বেচে হাজার হাজার কোটি টাকা পকেটে পুরেছে বিসিসিআই । অথচ দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেম প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে না । আর তার ফলে অনেক দলের খেলোয়াড়দেরই তার ফল ভুগতে হয়েছে কড়ায় – গণ্ডায় । তবে চাঞ্চল্যকর বিষয় হল ,খরচসাপেক্ষ হওয়ার কারণেই ভারতীয় ক্রিকেট ডিআরএস ব্যবহৃত হচ্ছে না বলে সূত্র মারফত খবর । আর এই খবর প্রকাশ্যে আসতেই কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমগ্র ক্রিকেট বিশ্বে ।

অনেকেই কিন্তু এখন ভারতীয় বোর্ডের সমালোচনা শুরু করে দিয়েছে । তিন দশক পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ । প্রতিপক্ষ এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল , নয় বারের খেতাব জয়ী মুম্বই । বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে ফাইনালের মহারণ । জয়ী দলের মাথায় উঠবে ভারতসেরার খেতাব । অথচ এই গুরুত্বপূর্ণ ম্যাচেই ঘটে গিয়েছে বেশ কয়েকটি বড় ভুল । স্বপ্নের ফর্মে থাকা মুম্বইয়ের ব্যাটার সরফরাজ ফাইনালে দুরস্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন । ধুঁকতে থাকা মুম্বই তার হাত ধরেই ম্যাচে ফিরেছে । সেই সরফরাজ মধ্যপ্রদেশের পেসার গৌরব যাদবের বলে এলবিডব্লিউ হতে হতে বেঁচে গিয়েছেন । ডিআরএস সিদ্ধান্ত সরফরাজের বিরুদ্ধেও যেতে পারত বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন ।

২০১৯ ও ২০২০ সালে কাটছাঁট করে ডিআরএস পদ্ধতি পরীক্ষামূলকভাবে রেখেছিল বিসিসিআই । তবে তাতে ছিল না হক আই বা আল্ট্রা এজের সুবিধাগুলি । তবে তারপরের বার থেকে আর ডিআরএস নিয়ম ছিল না । ২০১৮-১৯ মরশুমের সেমিফাইনালে সৌরাষ্ট্রর ব্যাটার চেতেশ্বর পূজারা দুবার ডিআরএস নিয়ে বেঁচে গিয়েছিলেন। বোর্ডের এক কর্তার কথায় , আম্পায়ারদের উপর যেহেতু তাদের বিশ্বাস রয়েছে তাই ডিআরএসের প্রয়োজন হচ্ছে না । তার সঙ্গে ডিআরএস ভীষণ দামী প্রযুক্তি । । তার পরিবর্তে দেশের দুই সেরা আম্পায়ারের উপরেই দায়িত্ব দিয়েছেন তারা ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

13 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

13 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago