Categories: খেলা

রঞ্জিতে নেই ডিআরএস

এই খবর শেয়ার করুন (Share this news)

গত বুধবার থেকে মধ্য প্রদেশ ও মুম্বই রঞ্জির ফাইনালে খেলছে । আর ফাইনাল ম্যাচের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিল । ক্রিকেট বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই । ভারতের যে দলের কোনও আন্তর্জাতিক ম্যাচের মুনাফা অন্য যে কোনও দেশের তুলনায় বেশি । সম্প্রতি আইপিএলের সম্প্রচার স্বত্ব বেচে হাজার হাজার কোটি টাকা পকেটে পুরেছে বিসিসিআই । অথচ দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেম প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে না । আর তার ফলে অনেক দলের খেলোয়াড়দেরই তার ফল ভুগতে হয়েছে কড়ায় – গণ্ডায় । তবে চাঞ্চল্যকর বিষয় হল ,খরচসাপেক্ষ হওয়ার কারণেই ভারতীয় ক্রিকেট ডিআরএস ব্যবহৃত হচ্ছে না বলে সূত্র মারফত খবর । আর এই খবর প্রকাশ্যে আসতেই কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমগ্র ক্রিকেট বিশ্বে ।

অনেকেই কিন্তু এখন ভারতীয় বোর্ডের সমালোচনা শুরু করে দিয়েছে । তিন দশক পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ । প্রতিপক্ষ এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল , নয় বারের খেতাব জয়ী মুম্বই । বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে ফাইনালের মহারণ । জয়ী দলের মাথায় উঠবে ভারতসেরার খেতাব । অথচ এই গুরুত্বপূর্ণ ম্যাচেই ঘটে গিয়েছে বেশ কয়েকটি বড় ভুল । স্বপ্নের ফর্মে থাকা মুম্বইয়ের ব্যাটার সরফরাজ ফাইনালে দুরস্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন । ধুঁকতে থাকা মুম্বই তার হাত ধরেই ম্যাচে ফিরেছে । সেই সরফরাজ মধ্যপ্রদেশের পেসার গৌরব যাদবের বলে এলবিডব্লিউ হতে হতে বেঁচে গিয়েছেন । ডিআরএস সিদ্ধান্ত সরফরাজের বিরুদ্ধেও যেতে পারত বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন ।

২০১৯ ও ২০২০ সালে কাটছাঁট করে ডিআরএস পদ্ধতি পরীক্ষামূলকভাবে রেখেছিল বিসিসিআই । তবে তাতে ছিল না হক আই বা আল্ট্রা এজের সুবিধাগুলি । তবে তারপরের বার থেকে আর ডিআরএস নিয়ম ছিল না । ২০১৮-১৯ মরশুমের সেমিফাইনালে সৌরাষ্ট্রর ব্যাটার চেতেশ্বর পূজারা দুবার ডিআরএস নিয়ে বেঁচে গিয়েছিলেন। বোর্ডের এক কর্তার কথায় , আম্পায়ারদের উপর যেহেতু তাদের বিশ্বাস রয়েছে তাই ডিআরএসের প্রয়োজন হচ্ছে না । তার সঙ্গে ডিআরএস ভীষণ দামী প্রযুক্তি । । তার পরিবর্তে দেশের দুই সেরা আম্পায়ারের উপরেই দায়িত্ব দিয়েছেন তারা ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago