রঞ্জির ফাইনালকেই পাখির চোখ করে দেখছে বাংলা

 রঞ্জির ফাইনালকেই পাখির চোখ করে দেখছে বাংলা
এই খবর শেয়ার করুন (Share this news)

ঝাড়খণ্ডকে হেলায় উড়িয়ে সেমিফাইনালে উঠার পর বাংলার পাখির চোখ ফাইনালে খেলা ৷ কয়েক বছর আগে ফাইনালে উঠেও সৌরাষ্ট্রের কাছে পরাজয়ে ট্রফিহীন ঘরে ফিরতে হয়েছিল সেবার । এবার কিন্তু অরুণলাল ও তার দল ট্রফি ঘরে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ । ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শতবর্ষের পুরানো রেকর্ড ভেঙে দল সেমিফাইনালে উঠেছে এবার । নতুন বিশ্বরেকর্ডও করে । তারপরও চ্যাম্পিয়নশিপ না জিততে পারলে সব রেকর্ড , সব পরিশ্রমই বিফলে যাবে । তবে কোয়ার্টার ফাইনালে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে কোচ অরুণলাল কিন্তু খুবই খুশি । তবে নিজের খুশি এখনও প্রকাশ করতে নারাজ তিনি । ফাইনালে জেতা পর্যন্ত সব খুশি তুলেই রাখছেন তিনি । এদিকে , ঝাড়খণ্ড জয়ের একদিনের বিশ্রাম শেষে আজ থেকেই ফের ছেলেদের নিয়ে প্র্যাকটিসে ডুবে গেলেন বাংলার কোচ অরুণলাল ।

মিডিয়ার মুখোমুখি অরুণলাল বলেন , ভবিষ্যতে অলরাউণ্ডাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । একজন বোলার হলেও ব্যাটটাও জানতে হবে । আর কেউ যদি ব্যাটারও হয় তাকেও বল করাটা জানতে হবে । তারপর প্রতিপক্ষের উপর চেপে বসতে হলে দলের সাত থেকে দশ নম্বরের ব্যাটারদের অন্যান্য দলের চেয়ে ভালো খেলতে হবে । প্রতি দলে ছয়জন জেন্যুইন ব্যাটার থাকে এটাও ঠিক , কিন্তু পার্থক্যটা গড়তে হবে পরবর্তীতে আসা ক্রিকেটারদের । বাংলার প্রাক্তন অধিনায়ক বর্তমান দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মনোজ তিওয়ারির ভূয়সী প্রশংসা করেন কোচ অরুণলাল । এ বছর তেমন একটা ক্রিকেট খেলেননি । এমনকি ক্লাব ক্রিকেটও । তারপর কোয়ার্টার ফাইনালে দুই ইনিংসে তার ব্যাটিং ছিল অসাধারণ । হাঁটুর চোটের জন্য ফিটনেস সমস্যা থাকলেও খেলার প্রতি তার যে দায়বদ্ধতা দেখা গেলো তা জুনিয়রদের জন্য নি : সন্দেহে অনুপ্রেরণার । তার ফর্মে ফেরাটা দলের সম্পদ বলেও জানান অরুণলাল । দলের ব্যাটিং গভীরতা ও আত্মবিশ্বাসও বেড়ে গেলো । অরুণলাল আরও বলেন , ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিহীন বাংলা খেলছে এখানে । তবে যারা দলে নেই তাদের নিয়ে বাংলা দল ভাবছে না এটাও স্পষ্ট জানিয়ে দেন অরুণলাল । আকাশ , সায়ন , শাহবাজ , ঈশ্বরন , সুদীপদের ক্ষমতার উপর আমার আস্থা রয়েছে বলেও জানান অরুণলাল । এখন বাংলার লক্ষ্য মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো খেলা ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.