ঝাড়খণ্ডকে হেলায় উড়িয়ে সেমিফাইনালে উঠার পর বাংলার পাখির চোখ ফাইনালে খেলা ৷ কয়েক বছর আগে ফাইনালে উঠেও সৌরাষ্ট্রের কাছে পরাজয়ে ট্রফিহীন ঘরে ফিরতে হয়েছিল সেবার । এবার কিন্তু অরুণলাল ও তার দল ট্রফি ঘরে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ । ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শতবর্ষের পুরানো রেকর্ড ভেঙে দল সেমিফাইনালে উঠেছে এবার । নতুন বিশ্বরেকর্ডও করে । তারপরও চ্যাম্পিয়নশিপ না জিততে পারলে সব রেকর্ড , সব পরিশ্রমই বিফলে যাবে । তবে কোয়ার্টার ফাইনালে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে কোচ অরুণলাল কিন্তু খুবই খুশি । তবে নিজের খুশি এখনও প্রকাশ করতে নারাজ তিনি । ফাইনালে জেতা পর্যন্ত সব খুশি তুলেই রাখছেন তিনি । এদিকে , ঝাড়খণ্ড জয়ের একদিনের বিশ্রাম শেষে আজ থেকেই ফের ছেলেদের নিয়ে প্র্যাকটিসে ডুবে গেলেন বাংলার কোচ অরুণলাল ।
মিডিয়ার মুখোমুখি অরুণলাল বলেন , ভবিষ্যতে অলরাউণ্ডাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । একজন বোলার হলেও ব্যাটটাও জানতে হবে । আর কেউ যদি ব্যাটারও হয় তাকেও বল করাটা জানতে হবে । তারপর প্রতিপক্ষের উপর চেপে বসতে হলে দলের সাত থেকে দশ নম্বরের ব্যাটারদের অন্যান্য দলের চেয়ে ভালো খেলতে হবে । প্রতি দলে ছয়জন জেন্যুইন ব্যাটার থাকে এটাও ঠিক , কিন্তু পার্থক্যটা গড়তে হবে পরবর্তীতে আসা ক্রিকেটারদের । বাংলার প্রাক্তন অধিনায়ক বর্তমান দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মনোজ তিওয়ারির ভূয়সী প্রশংসা করেন কোচ অরুণলাল । এ বছর তেমন একটা ক্রিকেট খেলেননি । এমনকি ক্লাব ক্রিকেটও । তারপর কোয়ার্টার ফাইনালে দুই ইনিংসে তার ব্যাটিং ছিল অসাধারণ । হাঁটুর চোটের জন্য ফিটনেস সমস্যা থাকলেও খেলার প্রতি তার যে দায়বদ্ধতা দেখা গেলো তা জুনিয়রদের জন্য নি : সন্দেহে অনুপ্রেরণার । তার ফর্মে ফেরাটা দলের সম্পদ বলেও জানান অরুণলাল । দলের ব্যাটিং গভীরতা ও আত্মবিশ্বাসও বেড়ে গেলো । অরুণলাল আরও বলেন , ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিহীন বাংলা খেলছে এখানে । তবে যারা দলে নেই তাদের নিয়ে বাংলা দল ভাবছে না এটাও স্পষ্ট জানিয়ে দেন অরুণলাল । আকাশ , সায়ন , শাহবাজ , ঈশ্বরন , সুদীপদের ক্ষমতার উপর আমার আস্থা রয়েছে বলেও জানান অরুণলাল । এখন বাংলার লক্ষ্য মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো খেলা ।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…