Categories: খেলা

রঞ্জি ট্রফির সেমির জন্য তৈরি হচ্ছে চার দল

এই খবর শেয়ার করুন (Share this news)

শান্তিরবাজারে সিনিয়র চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো কসমোপলিটন ক্লাব । বাইখোড়া স্কুল মাঠে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারা ২৭২ রানের বড় ব্যবধানে ব্রু জোয়াইন এমথু দলকে হারায় । কসমোপলিটন ক্লাবের হয়ে রাহুল হোসেন দুরন্ত শতরান ( ১০৩ ) করেন । যার উপর ভর দিয়ে কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে সফল হলো । গত বছর শেষ চার অর্থাৎ সেমিফাইনালে উঠতে পারেনি কসমোপলিটন ক্লাব । সেমিফাইনালের আগেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল । তবে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হবার .গৌরব অর্জন করলো এই কসমোপলিটন ক্লাব । গত বছর কোভিডের কারণে এই টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত হয়নি । বাইখোড়া স্কুল মাঠে আজ ফাইনাল ম্যাচে কসমোপলিটন ক্লাব প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৬৪ রান করে । রাহুল হোসেন করে ১০৩ রান ।

১১২ বলে , আর এতে তেরোটি চার ছিল । এছাড়া , ব্যাটে আশিস কুমার যাদব ৫৮ , ঝনক রিয়াং ৪১ , দেবাশিস সাহা ৪৩ , প্রসেনজিৎ বিশ্বাস ৩০ ও রাজদীপ দত্ত ২৭ রান করে । বোলিংয়ে ব্লু জোয়াইন এমথু দলের মার্কিন রিয়াং দশ ওভারে এক মেডেন ৮৩ রান দিয়ে দুটি , প্রদীপ দেববর্মা ৭ ওভারে ৩৬ রান দিয়ে দুটি , ইভন চন্দ্র রিয়াং , এন ভসাথন দেওয়ান ও উমেশ রিয়াং একটি করে উইকেট তুলে । জবাবে ব্যাট হাতে নিয়ে ব্রু জোয়াইন এমথু ২৩.৫ ওভারে ৯২ রানে থেমে যায় । মূলত ব্যাটিং দুর্বলতায় তাদের বড় ব্যবধানে ম্যাচটি হারতে হলো এ দিন । ব্যাটে উল্লেখযোগ্য রান বলতে এন ভসাথন দেওয়ান ২১ , সুকান্ত রিয়াং ১৫ ও উমেশ রিয়াং ১৪ রান করে ।

বোলিংয়ে কসমোপলিটন ক্লাবের আশিস কুমার যাদব ৮.৫ ওভারে ২৩ রান দিয়ে পাঁচটি , রাজদীপ দত্ত নয় ওভার ২ মেডেন ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলে । প্রসেনজিৎ বিশ্বাস ২৬ রানে একটি উইকেট তুলে । উল্লেখ্য , সুপার লীগে কসমোপলিটন ক্লাব বারো পয়েন্ট এবং ব্রু জোয়াইন এমথু ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে এসেছিল । মোট আটটি দলকে নিয়ে গত ষোল এপ্রিল থেকে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল । চলতি মাসের শেষদিকে অনূর্ধ্ব সতেরো আন্ত : স্কুল ক্রিকেট আসর এবং তারপর সিনিয়র মহিলা লীগ ক্রিকেট আসর শুরু করছে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন । স্কুল ক্রিকেটে খেলার জন্য চারটি দল এন্ট্রি নিয়েছে । আরও একটি বাড়তে পারে । অপরদিকে , সিনিয়র মহিলা লীগ ক্রিকেটে চারটি দলের খেলার কথা রয়েছে

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

16 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

16 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

18 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

18 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

19 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

19 hours ago