Categories: খেলা

রঞ্জি ট্রফির সেমির জন্য তৈরি হচ্ছে চার দল

এই খবর শেয়ার করুন (Share this news)

শান্তিরবাজারে সিনিয়র চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো কসমোপলিটন ক্লাব । বাইখোড়া স্কুল মাঠে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারা ২৭২ রানের বড় ব্যবধানে ব্রু জোয়াইন এমথু দলকে হারায় । কসমোপলিটন ক্লাবের হয়ে রাহুল হোসেন দুরন্ত শতরান ( ১০৩ ) করেন । যার উপর ভর দিয়ে কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে সফল হলো । গত বছর শেষ চার অর্থাৎ সেমিফাইনালে উঠতে পারেনি কসমোপলিটন ক্লাব । সেমিফাইনালের আগেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল । তবে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হবার .গৌরব অর্জন করলো এই কসমোপলিটন ক্লাব । গত বছর কোভিডের কারণে এই টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত হয়নি । বাইখোড়া স্কুল মাঠে আজ ফাইনাল ম্যাচে কসমোপলিটন ক্লাব প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৬৪ রান করে । রাহুল হোসেন করে ১০৩ রান ।

১১২ বলে , আর এতে তেরোটি চার ছিল । এছাড়া , ব্যাটে আশিস কুমার যাদব ৫৮ , ঝনক রিয়াং ৪১ , দেবাশিস সাহা ৪৩ , প্রসেনজিৎ বিশ্বাস ৩০ ও রাজদীপ দত্ত ২৭ রান করে । বোলিংয়ে ব্লু জোয়াইন এমথু দলের মার্কিন রিয়াং দশ ওভারে এক মেডেন ৮৩ রান দিয়ে দুটি , প্রদীপ দেববর্মা ৭ ওভারে ৩৬ রান দিয়ে দুটি , ইভন চন্দ্র রিয়াং , এন ভসাথন দেওয়ান ও উমেশ রিয়াং একটি করে উইকেট তুলে । জবাবে ব্যাট হাতে নিয়ে ব্রু জোয়াইন এমথু ২৩.৫ ওভারে ৯২ রানে থেমে যায় । মূলত ব্যাটিং দুর্বলতায় তাদের বড় ব্যবধানে ম্যাচটি হারতে হলো এ দিন । ব্যাটে উল্লেখযোগ্য রান বলতে এন ভসাথন দেওয়ান ২১ , সুকান্ত রিয়াং ১৫ ও উমেশ রিয়াং ১৪ রান করে ।

বোলিংয়ে কসমোপলিটন ক্লাবের আশিস কুমার যাদব ৮.৫ ওভারে ২৩ রান দিয়ে পাঁচটি , রাজদীপ দত্ত নয় ওভার ২ মেডেন ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলে । প্রসেনজিৎ বিশ্বাস ২৬ রানে একটি উইকেট তুলে । উল্লেখ্য , সুপার লীগে কসমোপলিটন ক্লাব বারো পয়েন্ট এবং ব্রু জোয়াইন এমথু ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে এসেছিল । মোট আটটি দলকে নিয়ে গত ষোল এপ্রিল থেকে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল । চলতি মাসের শেষদিকে অনূর্ধ্ব সতেরো আন্ত : স্কুল ক্রিকেট আসর এবং তারপর সিনিয়র মহিলা লীগ ক্রিকেট আসর শুরু করছে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন । স্কুল ক্রিকেটে খেলার জন্য চারটি দল এন্ট্রি নিয়েছে । আরও একটি বাড়তে পারে । অপরদিকে , সিনিয়র মহিলা লীগ ক্রিকেটে চারটি দলের খেলার কথা রয়েছে

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

17 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

17 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

18 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

18 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

18 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

18 hours ago