Categories: খেলা

রঞ্জি ফাইনাল, লড়বে মুম্বাই-মধ্যপ্রদেশ

এই খবর শেয়ার করুন (Share this news)

খেলাধুলার জগতে একটা প্রবাদ আছে ‘ তুমি যদি সোনার জন্য না ঝাপাও তাহলে তুমি রৌপ্যও পাবে না ’ । ঠিক এরকম ইপ্সিত লক্ষ্য নিয়ে আজ এখানের চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফির চ্যাম্পিয়নশিপ জেতার জন্য মুখোমুখি হচ্ছে মুম্বাই ও মধ্যপ্রদেশ । একচল্লিশবারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের পাখির চোখ যেমন ট্রফি জয় ঠিক একই লক্ষ্য থাকছে মধ্যপ্রদেশেরও । পাঁচ বছর পর মুম্বাই রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে । পরিসংখ্যান বলছে নব্বই বছরের রঞ্জি ট্রফির ইতিহাসে ছেচল্লিশবার ফাইনালে উঠে মুম্বাই । তার মধ্যে একচল্লিশবার ট্রফি নিয়ে বাড়ি ফিরে । এবারের ফাইনালে তাদের জন্য বিয়াল্লিশবার ট্রফি জয় করা । একদিকে চন্দ্রকান্ত পণ্ডিত তো অন্যদিকে অমল মজুমদার । চন্দ্রকান্ত , পণ্ডিতের দল মধ্যপ্রদেশ গ্রুপ লীগ থেকে ফাইনালে ওঠা পর্যন্ত দাপট দেখিয়েই এসেছে । অন্যদিকে , অমল মজুমদারের মুম্বাই তো এবার শুরু থেকে চ্যাম্পিয়নের মেজাজে । তাছাড়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল , নকআউটের এই পর্বে মুম্বাইয়ের ব্যাটার ও বোলাররা বিপক্ষ দলকে কোনও সময়ই মাথা তুলে দাঁড়াতে দেয়নি ।

তাই আগামীকাল থেকে শুরু হওয়া রঞ্জির ফাইনালে প্রবল ফেভারিট দল হিসাবেই নামছে মুম্বাই । এবারের মুম্বাই দলটিতে প্রতিভাবান ক্রিকেটারের ছড়াছড়ি । তারপর সরফরাজ খান বেশ কয়েক বছর বাদে আবার পুরানো ফর্মে । মাত্র পাঁচটি ম্যাচে সরফরাজ খান আটশো প্লাস রান করে নিয়েছেন । তারপরই উঠে আসছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল । এ বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা যশস্বী লাল বলে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সেই রয়েছে । কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল এই চার ইনিংসে তার করা তিনটি শতরানই বলে দিচ্ছে কতটা দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ এই মুম্বাইয়ের ওপেনারটি । তারপর পৃথিবী শাহ তো থাকছেনই । আর্মান জাফর যেন তার কাকা ওয়াসিম জাফরের মতোই রঞ্জিতে রানের রেকর্ড গড়ার দৌড়ে । শুধু এরাই নয় , মুম্বাই এবার সুভেদ পার্কার , হার্দিক তামোরের মতো ব্যাটারকেও পেয়েছে । সুভেদ তো দ্বিশতরান করে নিয়েছে । এই তো গেলো মুম্বাই ব্যাটাররা । বোলিংয়ে বাঁ হাতি স্পিনার সামস মুলানি ইতিমধ্যেই সাঁইত্রিশ উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতেও ২৯২ রান করেন । অন্যদিকে , অফ স্পিনার তনুস খোতিয়ানের শিকার আঠারো উইকেট , ব্যাটে রান রয়েছে ২৩৫।

দু’জন ইণ্ডিয়া ( এ ) দলের হয়েই খেলেন । দুজনই জানেন দলের খারাপ অবস্থায় কি রকম পারফরম্যান্স করতে হয় । মুম্বাইয়ের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ কিন্তু এবারের বাকি সব দলের চেয়ে দারুণ উন্নতি করেছে । তারপর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে মধ্যপ্রদেশ দল এখন পর্যন্ত যে পারফরম্যান্স করেছে তা সত্যিই তারিফ করার মতো । তাই এতদূর আসার পর মুম্বাইয়ের মতো মধ্যপ্রদেশও চাইছে না খালি হাতে ঘরে ফিরতে । ব্যাটার ভেঙ্কটেশ আয়ার ও ওপেনার আভেস খানরা না থাকার পরও এবার মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে । এর জন্য একজনের ক্রেডিটই বেশি থাকছে । তিনি হলেন স্পিনার কুমার কার্তিকেয় । বাংলার মতো সেরা ব্যাটিং লাইনকে একাই তছনছ করে দিয়েছেন কার্তিকেয় । ম্যাচে আট উইকেট তুলে বাংলাকে নকআউট করেন কার্তিকেয় । একদিকে , ঘন্টার পর ঘন্টা টানা বল করার ক্ষমতা রাখেন এই স্পিনারটি । ফাইনালে মুম্বাই ব্যাটাররা তাকে কতটা এবং কীভাবে সামলাবে তাই দেখার । তাছাড়া , হিমাংশু মন্ত্রী , অকমত রঘুবংশী এই দুই ব্যাটার দলের অন্যতম ভরসা । কোয়ার্টার ও সেমিফাইনালের দুটি বড় ম্যাচেই এরা দারুণ সার্ভিস দিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই ফাইনালেও এদের দিকেই দলের বেশি চোখ থাকবে । তারপরও এই দলে রয়েছেন রজত পাতিদারের মতো একজন ব্যাটার । মধ্যপ্রদেশের ভরসা দুই স্পিনার কার্তিকেয় ও সারাংশ জৈন । টস একটা ভাইটাল রোল নেবেই দু’দলের ফাইনাল ম্যাচে মুম্বাই উত্তরপ্রদেশের বিরুদ্ধে কিন্তু দারুণ ব্যাটিং প্র্যাকটিস করেছে । তাই তাদের বিরুদ্ধে কার্তিকেয় , সারাংশদের বুদ্ধি করেই বল করতে হবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

13 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

13 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

16 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

16 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

16 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

16 hours ago