রবি ঠাকুরের হাতে লেখ দুষ্প্রাপ্য চিঠি নিলামে বিক্রি হল ২১ লাখে।

এই খবর শেয়ার করুন (Share this news)

বাঙালির সর্বকালের, সর্বশ্রেষ্ঠ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দুষ্প্রাপ্য একটি চিঠি অনলাইন নিলামে ২১ লক্ষ, ১৩ হাজার ২১২ টাকায় সম্প্রতি বিক্রি হয়েছে। নিলামে তোলার সময় সেটির ‘বেস প্রাইস’ অর্থাৎ ভিত্তিমূল্য রাখা হয়েছিল ২-৩ লক্ষ টাকা। নিলামে সেটি বিক্রি হল তার চেয়ে সাত গুণ বেশি দামে। গত সপ্তাহে নিলাম হাউজ “অষ্টগুরু’র তরফে “কালেক্টর’স চয়েস মডার্ন ইন্ডিয়ান আর্ট’ শীর্ষক অনলাইন নিলামে বিশ্বকবির ওই চিঠিটিও তোলা হয়েছিল। সত্যভূষণ সেনকে লেখা সেই চিঠিতে রবীন্দ্রনাথ তার ছোটগল্পগুলির ইংরেজিতে অনুবাদের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। একাধিক শিল্প সংগ্রাহকের মধ্যে প্রতিযোগিতার পর ২১ লাখ ১৩ হাজার ২১২ টাকায় বিক্রি হয়েছে কবির ওই চিঠি। গত ২১-২২ জুন অনুষ্ঠিত হয়েছিল অষ্টগুরুর দুই দিনের অনলাইন নিলাম। সংক্ষিপ্ত ওই চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, ‘শ্রীযুক্ত সত্যভাষণ সেন মহাশয় সমীপে বিনম্র সম্ভাষণপূর্বক নিবেদন — ইংরেজি অনুবাদে আমার ছোটগল্প ইংরেজি পাঠকের ঠিক রুচিকর হয় না তার প্রমাণ পেয়েছি। আধুনিক ইংরেজি সাহিত্যে গল্প লেখার যে ঠাট প্রচলিত হয়েছে তার সঙ্গে এ সব গল্পের একটুও মিল হয় না— তাই এগুলির ইংরেজি অনুবাদ করার চেষ্টা বৃথা বলে আমি মনে করি। ইতি ৩রা জানুয়ারী ১৯৩০।’ শেষে কবির স্বাক্ষর। অষ্টগুরু অকশন হাউজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সানি চন্দিরামানি জানিয়েছেন, সংগ্রাহকদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্রর চাহিদা সবসময়ই অনেক বেশি। তিনি বলেন, ‘এর কারণ মনীষীদের স্বহস্তে লেখা চিঠিপত্র খুব কমই পাওয়া যায়। আমরা খুব খুশি যে অতীতেও আমাদের কিছু নিলামে আমরা রবি ঠাকুরের কিছু চিঠি ও চিত্রকর্ম সংগ্রাহকদের দিতে পেরেছি।বৃহত্তর অর্থে চিন্তা করলে, এই জিনিসগুলো খুবই দুষ্প্রাপ্য। বিশেষত এই চিঠিতে তিনি সরাসরি সাহিত্য নিয়ে কথা বলেছেন, তাই এই চিঠির গভীরতা আরও বেশি।’ শুধু রবীন্দ্রনাথের ওই চিঠিই নয়, সেই সঙ্গে অষ্টগুরু অনলাইন নিলামে তুলেছিল প্রবাদপ্রতিম চিত্রশিল্পী নন্দলাল বসু থেকে শুরু করে পদ্মশ্রী বিজয়ী কে লক্ষ্য গৌড়, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এস এইচ রাজা এবং কৃষেণ খান্নার শিল্পকর্ম। দুদিনের এই নিলামে দুইশোর বেশি শিল্পকর্ম নিলামে তোলা হয়। এগুলির মধ্যে যামিনী রায়, এমভি ধুরন্ধর, রবীন্দ্রনাথ ঠাকুর, এমএফ হুসেইন, অ্যালেক্স পদমসি, ভিএস গায়তোন্ডি, মঞ্জিত বাওয়া-সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বদের শিল্পকর্ম, স্মারক, চিঠি নিলামে হাতবদল হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

5 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

7 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

7 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

7 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

7 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

8 hours ago