রাইড টু সেফটি’
‘
অনলাইন প্রতিনিধি :-আইসিআইসিআই লোম্বার্ডের সিএসআর কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলায় ‘রাইড টু সেফটি ‘ শীর্ষক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। শিশুদের পিছনে বসিয়ে দুই চাকার যানবাহন চালান যাঁরা, তাঁদের মধ্যে পথ নিরাপত্তার ব্যবস্থাগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আগরতলা টাউন হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি মানচাক ইপার, পশ্চিম জেলার এস পি ট্রাফিক মানিক দাস, আইসিআইসিআই লোম্বার্ডের বিভিন্ন কর্মকর্তারা। অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের প্রচুর ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অনেকের হাতে ISI মার্কা হেলমেট তুলে দেওয়া হয়।