রাইসিনায় প্রথমবার ধামসা-মাদলের তালে নাচবেন বাংলার আদিবাসী শিল্পীরা

এই খবর শেয়ার করুন (Share this news)

ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য । সাঁওতালি গান । রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুমূর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন বাংলার ২৭ জন আদিবাসী শিল্পী নিজেদের শিল্প – সংস্কৃতি তুলে ধরতে পাড়ি দিলেন দিল্লি । রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির রাষ্ট্রপতি ভবন বা রাইসিনা হিলের উদ্দেশ্যে রওনা দিলেন সোমলাল মুর্মু , মামনি সরেন , বাসন্তী মান্ডি – সহ মোট ২৭ জনের দল । যে দলে রয়েছেন ১৪ জন পুরুষ এবং ১৩ জন মহিলা আদিবাসী শিল্পী । শনিবার সকালে প্রত্যেকেই হাওড়া থেকে ট্রেনে চেপে রওনা দিলেন রাজধানী দিল্লির পথে । ওরা প্রত্যেকেই হুগলি জেলার ধনিয়াখালির বিভিন্ন আদিবাসী গ্রামের বাসিন্দা ।

তাদের বাড়ি ধনেখালি ব্লকের সুরতসিংপুর , কেউ সিঙ্গুর ব্লকের নপাড়া , আবার কেউবা পান্ডুয়ার হাতনি আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দা । হলুদ – লাল পোশাকে ধামসা মাদলের তালে তালে মাথায় ঘটি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেকেই আদিবাসী নৃত্য পরিবেশন করবেন । দেশে প্রথম কোনও আদিবাসী সমাজ থেকে মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলা থেকে তাদের আদিবাসী নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানোয় আপ্লুত দিল্লি পাড়ি দেওয়া ২৭ জন আদিবাসী শিল্পী ।প্রত্যেকের মুখে একটাই কথা , ‘ স্বপ্নেও কোনওদিন ভাবিনি এই সুযোগ পাব । আমরা গর্বিত ‘ ।

বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শীর্ষ সাংবিধানিক পদের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই । আগামী ২৫ জুলাই শপথ নেবেন তার উত্তরসূরি দ্রৌপদী মুর্মু । সরকারি দফতরে করণিক, স্কুল শিক্ষিকা , কাউন্সিলর , বিধায়ক , মন্ত্রী , রাজ্যপাল থেকে দেশের রাষ্ট্রপতি হয়ে নিজের কর্মজীবনের , একটা বৃত্ত পূরণ করলেন দ্রৌপদী মুর্মু । প্রথম থেকেই বিজেপি দ্রৌপদীকে ‘ প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ’ হিসাবেই তুলে ধরতে চেয়েছে । সেই চাওয়ার জয় মিলেছিল গত বৃহস্পতিবার । আগামী সোমবার দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু । রাজ্য বিজেপির অফিস সম্পাদক প্রণয় রায় বলেছেন , ‘ এসটি মোর্চার হুগলির একটি টিম দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ট্রাডিশনাল নাচ করবে ।

সারা দেশ থেকেই নানা টিম যাচ্ছে । পশ্চিমবঙ্গ এসটি সেলের তত্ত্বাবধানে হুগলির দলটি যাবে । ‘ বিজেপি সূত্রের খবর , দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় যে , বাংলার আদিবাসী শিল্পী সমাজকেও হাজির করতে হবে দিল্লিতে । এরপরই বাংলার পদ্ম নেতাদের পক্ষ থেকে চূড়ান্ত করা হয় ২৭ জন শিল্পীর নাম । শপথ গ্রহণ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়ে খুশি বাংলার আদিবাসী শিল্পীরা ।

আদিবাসী সংস্কৃতির মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতেই ডাক পড়ল বাংলার আদিবাসী শিল্পীদের । দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান ধামসা মাদলের তালে নাচ , গান বাংলার আদিবাসী সমাজের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি এখন মিলেমিশে একাকার হয়ে থাকার অপেক্ষায় । মাটির উঠোনে যার বেড়ে ওঠা । মেঠো পথ ধরে যার হেঁটে চলা । অবশেষে দেশের সাংবিধানিক পদের শীর্ষে আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি হওয়া দ্রৌপদী মুর্মুর দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার আদিবাসী শিল্পী যোগ , রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

16 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

17 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

17 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

17 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

17 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

20 hours ago