রাখীবন্ধন উৎসবের জোর প্রস্তুতি!!
অনলাইন প্রতিনিধি :-রাখীবন্ধন বা রাখীপূর্ণিমা
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।এই উৎসব হল প্রীতি ও বন্ধনের উৎসব। সমাজের সকল অংশের মানুষ, বিশেষকরে হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিসেবে চিহ্নিত হয়।
১৯০৫ সালে বৃটিশের বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। সেই থেকে সারাদেশে ঐক্য, একতা এবং সৌভাতৃত্বের প্রতীক হিসাবে রাখী বন্ধন উৎসব পালন হয়ে আসছে। তিথি অনুসারে আগামী ১৯ শে আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে। বাজারে ইতিমধ্যেই এসে পড়েছে নানান রঙের রাখি। চাহিদা রয়েছে ভালো বলে জানান দোকানিরা।