রাখী উৎসবের জোর প্রস্তুতি

 রাখী উৎসবের জোর প্রস্তুতি
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। প্রথা অনুযায়ী চলতি মাসের ১১ ই আগস্ট রাখীপূর্ণিমা। রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে এখন হরেক রকমের রাখীর সম্ভার। বিভিন্ন দোকানপাটে ব্যবসায়ীরা বিভিন্ন ডিজাইনের নানা দামের রাখী ঝুলিয়ে রেখেছেন। এককথায় রাজধানীর বটতলা বাজার থেকে মহারাজগঞ্জ বাজার, সর্বত্র রাখীর সম্ভার নিয়ে জোর ব্যস্ততায় ব্যাসায়ীরা।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। কলকাতা, ঢাকা ও সিলেটে বসবাসকারী লক্ষ লক্ষ হিন্দু ও মুসলিম ভাই বোন কে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য।

সেই আহবান আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, একশ ত্রিশ কোটি ভারতবাসীর জাতীয় উৎসব ও অন্যতম মহাপার্বণে রুপান্তরিত হয়েছে। স্বাভাবিক ভাবেই রাখী বন্ধন কে কেন্দ্র করে সব মহলে বাড়তি উন্মাদনা প্রতিবছরই লক্ষ করা যায়। এই বছরও তার ব্যতিক্রম নয়। এর মধ্যে এবছর গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ফলে এবছর রাখী বন্ধন বাড়তি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.