রাজধানীতে বেহাল ট্রাফিক যানজটে নাজেহাল মানুষ!!

 রাজধানীতে বেহাল ট্রাফিক যানজটে নাজেহাল মানুষ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজধানীর বেহাল ট্রাফিক ব্যবস্থার জাঁতাকলে নাজেহাল হচ্ছেন মানুষ।গাটা রাজধানী শহরজোড়ে সোমবারও তীব্র দহনের মধ্যে যানজটে নাজেহাল হয়েছেন মানুষ।বিশেষ করে রাজধানীর বাণিজ্যিক এলাকার রাস্তার দুপাশে ছোট থেকে বড় পণ্যবাহী যানবাহন পার্কিং করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়।যানজটের সমাধান করতে শহরের বাণিজ্যিক রাস্তাগুলিতে তেমন কোনও ট্রাফিকের দেখা মেলেনি। যানজটের কবলে পড়ে চরমভাবে নাজেহাল হন মানুষ।যানজটের কারণে তীব্র তাপপ্রবাহের মধ্যে আধা কিলোমিটার রাস্তা অতিক্রম করতে বাইক চালক থেকে যাত্রীবাহী অটো রিকশা-মারুতি গাড়িকে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। রাজধানীর নেতাজী সুভাষ রোড, সেন্ট্রাল রোড, চিত্তরঞ্জন রোড,সেন্ট্রাল রোড এক্সটেনশন, মন্ত্রিবাড়ি রোড এক্সটেনশন, কর্নেল চৌমুহনী থেকে হারাধন সংঘ পর্যন্ত, বটতলা থেকে জয়নগর বাসস্ট্যাণ্ড, আইজিএম চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী, কামান চৌমুহনী, পুরাতন মোটরস্ট্যাণ্ড এলাকায় সোমবারও তীব্র যানজটে নাজেহাল হন মানুষ।সমচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয় সকালে অফিস টাইম এবং বিকালে অফিস ছুটির পরবর্তী সময়। দুপুরে সমচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয় বাণিজ্যিক এলাকার রাস্তায়।রাজধানীর বিভিন্ন রাস্তার দুপাশে পার্কিংয়ের পাশাপাশি শহরের রাস্তাঘাটের তুলনায় অটো রিকশা, টমটম, ব্যাটারি চালিত অটো রিকশা, ইলেকট্রিক অটো রিকশা, ব্যাটারি চালিত রিকশার সংখ্যা দিন দিন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়াতে শহরে যানজটের সমস্যা বেড়েই চলেছে।ট্রাফিক পুলিশও যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণাদেশ চালু না করায় যানজটের দুর্ভোগ বেড়েই চলছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.