রাজধানীতে রাস্তা অবরোধ!!
দৈনিক সংবাদ অনলাইন।। শিক্ষক বদলির প্রতিবাদে শনিবার সকালে উমাকান্ত বাংলা মিডিয়ামে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উমাকান্ত স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন।
উমাকান্ত বাংলা মিডিয়ামের শিক্ষক ঝলক দে কে বদলি করার কারণেই অভিভাবকরা রাস্তা অবরোধ করেন। অভিভাবকদের বক্তব্য, এমনিতেই স্কুলে শিক্ষক সংকট রয়েছে, এর মধ্যে স্কুলে এই একজনই বাংলার শিক্ষক ছিলেন। তাকেও বদলি করা হয়েছে। এতেই ক্ষুব্ধ অভিভাবকরা রাস্তা অবরোধ করে।