রাজধানীর শিবনগরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজধানীর বনমালীপুর শিবনগর এলাকায় বুধবার গভীর রাতে চোরের দল রীতিমতো তান্ডব চালায়। শুধু তাই নয়, তথাকথিত পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিন বাড়িতে ঢুকে যায়। দুই বাড়িতে চুরি করা সম্ভব না হলেও এক বাড়ি থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার নগদ অর্থ ও সোনার অলংকার নিয়ে গেছে। সি সি টিভি ক্যামেরায় ধরা পড়েছে দুই চোর কিভাবে ঘরে ঢুকছে। এলাকার বাসিন্দা রাজিব সেন এর বাড়িতে ভাড়া থাকা জয়ন্ত নারায়ন সিংহের ঘরে হানা দিয়ে নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার জিনিস নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। এদিন রাতে আরও দুই বাড়িতে চুরির চেস্টা হয়। জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে দুই চোর। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জনমনে ছড়িয়েছে আতঙ্ক।