রাজনীতি থেকে সন্যাস নিচ্ছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ!!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সরব প্রচারের শেষ দিনে এদিন দুপুর নাগাদ তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী অভিজিৎ সরকার ও মহেন্দ্র দেববর্মার সমর্থনে কলই পাড়া এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ সরকার এবং মহেন্দ্র দেববর্মা, এম ডি সি কমল কলই সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের জোট নিয়ে তীব্র সমালোচনা করেন। তার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মথা দলের দুই প্রার্থীকে অধিকসংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন। তাছাড়া তিনি এই সভা মঞ্চ থেকে বলেন আগামী দিনে কোন রাজনৈতিক মঞ্চে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কে আর দেখা যাবে না। এটাই তাঁর শেষ লড়াই। সভা মঞ্চ থেকে উনার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি আগামী দিনে উনি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিতে চলেছেন?সভায় জনজাতি অংশের লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Dainik Digital

Recent Posts

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

3 hours ago

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে…

3 hours ago

রাজধানীতে সিপিএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ নিগম ও দপ্তরের পরিকাঠামো তলানিতে এসে ঠেকেছে।এই কারণে,রাজ্যে ৪০ শতাংশ গ্রাহকের…

3 hours ago

ভোক্তাদের পকেট কেটে চিনি, সুজি, ময়দা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিনামূল্যে চিনি, সুজি,ময়দা দেওয়ার নামে সস্তা রাজনীতি করতে গিয়ে লেজেগোবরে হয়েছে বিজেপি…

4 hours ago

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে হার্টের ক্ষতি হয়!!

অনলাইন প্রতিনিধি :-ডায়াবেটিসের রোগী এখন প্রায় ঘরে ঘরেই। জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই রোগ…

4 hours ago

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

1 day ago