রাজনীতি নয়, অধিকার চাই রাজ্যে ফিরে বললেন প্রদ্যোত।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মাত্র ক’দিন আগেই বিরোধী তিপ্রা মথাকে দু-টুকরো করে দিয়ে নতুন করে “তিপ্রাল্যাণ্ড স্টেট পার্টি’ নামে দলটিকে আরও একবার পুনরুজ্জীবিত করার ডাক দিয়েছিলেন জনজাতি নেতা শ্রীদাম দেববর্মা, দীনেশ দেববর্মা, চন্দন দেববর্মা সহ আরও অনেকে। শুক্রবার এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ নাম না করে কার্যত অশিক্ষিত বলে ছাড়লেন তাদের। আরও বললেন, “আন এডুকেটেড লোক, দাদার সাথে বসার প্রয়োজন নেই।’প্রসঙ্গ এড়িয়ে বিরোধী দলের প্রাক্তন প্রধান বললেন, এটি কোনও জরুরি বিষয় নয়। জরুরি হচ্ছে আমরা কোনও ধরনের রাজনীতি চাই না। আমরা চাই আমাদের অধিকার। অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতির চেয়ে অধিক গুরুত্ব দিতে হবে লড়াই – আন্দোলনের দিকটিতে। তিপ্রাসা জনগোষ্ঠী সমবেতভাবে দিল্লীর দরবারে কড়া নাড়তে হবে।আরও বললেন, পৃথক পৃথকভাবে আওয়াজ তুললে কিছুই মিলবে না। রাজ্যে ফিরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকারান্তরে তিনি অবশ্য দলের আভ্যন্তরীণ অবস্থা সম্পর্কেও অল্পবিস্তর ইঙ্গিত দিয়ে দেন। বলেন, আগুন লাগিয়ে ব্যক্তিগতভাবে কিছু সুবিধা আদায় হতেই পারে তবে সামগ্রিক অর্থে নয়।রাজনীতির আঙ্গিনা থেকে গত বেশ কিছুদিন যাবৎই নিজেকে সামান্য আড়াল করে রেখেছিলেন প্রদ্যোত। সামাজিক মাধ্যমে এক আধটু পোস্ট ছাড়া তেমন কোনও প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি তার। অবশেষে রাজ্যে ফিরে শুক্রবার বললেন, তিপ্পা মথা আসল নয়। আসন হচ্ছে তিপ্রাসাদের সার্বিক উন্নয়ন। আমরা চাই সাংবিধানিক অধিকার দিতে হবে তিপ্রাসাদের? যতদিন প্রাণ থাকবে ততোদিনই এই আন্দোলন চলতে থাকবে। যারা দল ছেড়ে ইতিমধ্যেই অন্য দল করতে শুরু করেছেন প্রকারান্তরে তাদের উদ্দেশে এদিন বললেন, বিরোধী রাজনৈতিক দলে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করা অতোটা সহজ নয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

23 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago