রাজনৈতিক অভিসার

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজনৈতিক মধুচন্দ্রিমার গোপনীয়তা এই দেশের রাজনীতিতে চিরকালই এক মধুর আকর্ষণের বিষয় । অন্দরে দোস্তি আর বাহিরে কুস্তির কথা আমরা আগেই শুনিয়াছি । শুনিয়াছি কেন্দ্রে দোস্তি রাজ্যে কুস্তির কথা । রাজনৈতিক দলগুলির এই ধরনের মাখামাখিতে বাজারের তাজা ফলকেও নানান সময়ে কলুষিত হইতে হইয়াছে । যেমন তরমুজ । পালটা বুঝাইতে যাইয়া অনেকে আবার আপেলও টানিয়া আনিয়াছেন । এই সকল ঘটনা এক আধ দশক আগেকার । তখন কোথাও যেমন ডবল ইঞ্জিন ছিল না তেমনি দুয়ারে প্রশাসন , দুয়ারে চিকিৎসা কিছুই ছিল না । কিন্তু তখনো গোপন অভিসার ছিল , আজও আছে । প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের রাজনীতির হালহকিকত দেখিয়া আজকাল সেই আদি অকৃত্রিম গোপন অভিসারের কথাই মনে হইবে ।

দার্জিলিং – এর সরকারী আবাসে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিমন্ত বিশ্বশর্মার সৌজন্যমূলক দুই ঘন্টার বৈঠকে মমতা ব্যানার্জির অন্যতম শিরঃপীড়া সেই রাজ্যের ‘ অপমানিত ’ রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিতি লইয়া সকলেরই চোখ কপালে উঠিয়া আসিয়াছিল । তবে সাসপেন্স দীর্ঘস্থায়ী হইল না । দিনকয় পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিলেন উপরাষ্ট্রপতি পদে তাহাদের প্রার্থী হইবেন জগদীপ ধনখড় প্রসঙ্গত , ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হইতে বঙ্গে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর যে লড়াই চলিতেছিল সেই লড়াইয়ে রাজ্যপাল হিসাবে ধনখড়ের লড়াই কতটা নৈতিক ছিল এই লইয়া আজ আর কেহ প্রশ্ন তুলিবেন না , ইহাই স্বাভাবিক । কিন্তু অস্বাভাবিক হইলেও সত্য যে , সেই সকল ঘটনার কথা আজ হইতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আর মনে রাখিতে চাহিবেন না ।

ইহা স্পষ্ট বুঝা গেল উপরাষ্ট্রপতি লইয়া বিজেপিবিরোধী দলগুলির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গরহাজিরা । অবশ্য তিনি উপস্থিত থাকিলেও কী হইতো বা হইতে পারিত এই লইয়া বিরোধী জোটেও শঙ্কা এখন প্রকট হইতেছে । দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ঘন্টা বাজিলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সকল বিরোধী দলকে অনুরোধ জানান বৈঠকে বসিয়া একজন প্রার্থী নির্বাচন করিতে । তিনি নাম জানাইয়া দেন , কংগ্রেসের কাউকে প্রার্থী করিতে হইবে এমন কোনও বিষয় নাই । প্রার্থী যিনিই হোন , প্রার্থী যেন হয় ঐক্যবদ্ধ জোটের । সোনিয়া বৈঠক ডাকিবার অব্যবহিত পরেই একই ভাষ্যে পৃথক বৈঠক আহ্বান করেন মমতা ব্যানার্জী । আবার বিরোধী প্রার্থী হিসাবে তাঁহার নিজ দলের যশোবন্ত সিং – এর নাম প্রস্তাব করলেন । কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা না করিয়া ঐক্যবদ্ধ লড়াই প্রত্যাশা করিল ।

দেখা গেল , বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করিলে নিঃসন্দেহে বেশকিছু দল যাহারা যশোবন্তকে সমর্থন করিতে চাহিয়াছিল তাঁহারা পিছটান লইলেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ? তিনি তাহার ঘোষিত এবং নিজ দলের এই নেতার ভোটের প্রচার তেজি করিতে চাহিলেন না শুধু নয় , ভোটের প্রচারে প্রার্থীর পশ্চিমবঙ্গে আসার দরকার নাই বলিয়া জানাইয়া দিলেন । ইহার পর দার্জিলিং – এর বৈঠক এবং ধনখড়ের নাম ঘোষণার ঘটনা সামনে আসিল । মমতাবিরোধীরা এইবার বলিতে শুরু করিয়াছেন , শাক দিয়া আর মাছ ঢাকা যাইতেছে না । সকল ঘটনাই প্রকাশ্য হইতেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তলে তলে বিজেপিরই দোসর । এই দল নিজেদের বিজেপিবিরোধিতার মুখোশের আড়ালে রাখিয়া বিজেপির হইয়া কাজ করিতেছে । পশ্চিমবঙ্গে সিপিএম এই অভিযোগ তুলিয়াছে অনেকদিন আগেই ।

বাংলায় বিজেপির শক্তি বৃদ্ধির পশ্চাতেও তাঁহারা তৃণমূল কংগ্রেসকেই দায়ী করিয়া থাকে । অপরদিকে কংগ্রেসও মনে করে কংগ্রেসকে দুর্বল করিয়া তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করিতেছে তাহা বিজেপিকেই শক্তিশালী করিয়া থাকে । কংগ্রেসের বা সিপিএমের এই সকল অভিযোগ তৃণমূল কংগ্রেস বরাবর খন্ডন করিলেও দার্জিলিং – এর বৈঠকের কয়েকদিন পর বিজেপির তৎক্ষণাৎ ধনখড়ের নাম প্রস্তাব লইয়া রাজনৈতিক যে প্রশ্ন এবং দ্বিধা দেখা দিয়াছে , তৃণমূল কংগ্রেস নেত্রী কিন্তু এই মুহূর্তে নিজেকে আর সশব্দে বিজেপি হইতে তাহার দূরত্ব ঘোষণা করিতে পারিতেছেন না । অবশ্য মহারাষ্ট্রে শিবসেনার সরকার পতনের পর হইতেই তিনি যেন মৃদুভাষী হইয়াছেন । ইহা কি রাজনৈতিক গোপন অভিসার , না কি চাপের কাছে নতিস্বীকার ? হয়ত স্পষ্ট হইবে সহসাই ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মহাশিবরাত্রিতে আমিষ খাবার কে কেন্দ্র করে দিল্লির বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ!!

অনলাইন প্রতিনিধি :-মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড দিল্লির দক্ষিণ…

10 hours ago

গুজরাটের টেক্সটাইল মার্কেটে ২৪ ঘন্টার মধ্যে দুবার আগুন,পুড়ে ছাই ৮০০ অধিক দোকান!!

অনলাইন প্রতিনিধি :-গুজরাটের সুরাট শহরের একটি চারতলা বিশিষ্ট টেক্সটাইল মার্কেটে বুধবার সকালে ২৪ ঘন্টারও কম…

10 hours ago

ট্রাম্প গ্রাসে ইউক্রেন!!

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব লইবার আগে এবং নির্বাচনে জয়ী হইবার পর বিশ্বজোড়া গুঞ্জন চলিতেছিল যুদ্ধের…

12 hours ago

অর্থনীতির পাশাপাশি শক্তিশালী হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও।।

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক আলোচনা সভায়…

12 hours ago

জরুরি চিকিৎসা বিভাগে রোগী দুর্ভোগ চরমে!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীর আইজিএম হাসপাতালের জরুরি (ইমার্জেন্সি) চিকিৎসা বিভাগেও রোগীর ভোগান্তির শেষ নেই।বুধবার সকালে সেই ভোগান্তি…

12 hours ago

করােনা পূর্ববর্তী ট্রেন চলাচল শুরুর উদ্যোগ চলছে রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের যাত্রী ট্রেন চলাচল করোনা জীবাণু সংক্রমণের পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া…

12 hours ago