রাজভবন-জাদুঘরে নাশকতার ছক!
অনলাইন প্রতিনিধি :-কলকাতা বিমানবন্দরের পর এবার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি। কলকাতার একাধিক জায়গায় ইমেল। তদন্তে নেমেছে লালবাজার থানা। মঙ্গলবার দিন দুপুরে রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে ই মেলের মাধ্যমে দাবি করা হয়, রাজ ভবন, যাদুঘর সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিসে বিস্ফোরণ ঘটানো হবে। তার মধ্যে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে জাদুঘরে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটানো হবে। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।