রাজ্যজুড়ে তাপপ্রবাহ পারদ আরও চড়ার ইঙ্গিত
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তীব্র গরমে হাঁসফাস করছে রাজ্য। পারদের এই অস্বাভাবিকতা ইদানীংকালে তেমনটা আর দেখা যায়নি বলে বিশেষজ্ঞদের অভিমত। এই অবস্থার গত কদিন ধরে রাজ্যে অসহনীয় গরম চলছে। সহসা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনার কথা জানাতে পারেনি আবা অফিস। পারদ গতকালের চাইতে বৃহস্পতিবার আরও বেড়েছে। বুধবার পারদ ছিল ৩৮.৩° সেলসিয়াসে। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৫° সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের ভরকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৮.৫° সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের অনেকে উপরে। সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১° সেলসিয়াস। তাও ছিল স্বাভাবিকের উপরে। আগামীকালের পূর্বাভাবে আবহাওয়া অফিস জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে সেলসিয়াসের ঘরে যেতে পারে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে আগামী দিন গরম যে চড়বে তা বলাই বাহুল্য।