রাজ্যদলের পাশে শ্যামসুন্দর কোং
আগামী ২৬-২৮ ডিসেম্বর পুদুচেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে রাজ্যদল। জাতীয় আসরে রাজ্যদল পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজধানীর অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। রাজ্যদলের খেলোয়াড়দের জার্সি প্রদান করা সহ রাজ্যদলের প্রশিক্ষণ ও জাতীয় আসরে টিম পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করছে স্পন্সরার শ্যামসুন্দর কোং জুয়েলার্স। আজ বিকালে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জাতীয় আসরে রাজ্যদলের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয় ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের তরফে। এই অনুষ্ঠানে রাজ্যদলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি ও স্পন্সরশিপের এক লক্ষ পঁচিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের তিনজন সিনিয়র যোগা প্রশিক্ষক যীশু চক্রবর্তী, অজয় চক্রবর্তী, বীণাপাণী দেবনাথকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর তথা ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা ও সচিব দিব্যেন্দু দত্ত সহ প্রমুখ। উল্লেখ্য, মোট তেতাল্লিশজনের টিম জাতীয় আসরে অংশ নিতে যাচ্ছে। আগামী একুশ ডিসেম্বর রাজ্যদল আগরতলা থেকে ট্রেনে পুদুচেরির উদ্দেশে রওনা দেবে।