রাজ্যদলের সাফল্য নিয়ে সঙ্কিত কোচরা

এই খবর শেয়ার করুন (Share this news)

আঠারো ইভেন্টের উপর দশদিনব্যাপী আয়োজিত চতুর্থ খেলো ইণ্ডিয়া জাতীয় যুব আসর আগামীকাল ( শনিবার ) থেকে হরিয়ানার পঞ্চকুলায় শুরু হতে চলেছে । পঞ্চকুলায় দেবীলাল স্পোর্টস কমপ্লেক্সে আগামীকাল সন্ধ্যা ছয়টায় এই বৃহৎ ক্রীড়া আসরের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে । আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এছাড়াও উপস্থিত থাকছেন আয়োজক হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার , কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সহ অনেকেই । উদ্বোধনী অনুষ্ঠানের আগেই সম্ভবত আগামীকাল দুপুরের পর থেকে থাংতা সহ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হচ্ছে । যদিও দু – একটি ইভেন্ট ছাড়া বাকি ইভেন্টের গেম সিডিউল এখনও ঘোষণা করেনি উদ্যোক্তারা । তবে অ্যাথলেটিক্স , টেনিস সহ বেশিরভাগ ইভেন্টের প্রতিযোগিতায় আগামী সাত জুন থেকে শুরু হচ্ছে । দেশের বিভিন্ন রাজ্য দলগুলো খেলো ইণ্ডিয়ার অনূর্ধ্ব সতেরো জাতীয় যুব আসরে অংশগ্রহণ করতে হরিয়ানায় একে একে চলে আসছে । এদিকে , প্রথম দফায় ত্রিপুরার চার ইভেন্ট জিমনাস্টিক্স , থাংতা , ওয়েট লিফটিং ও যোগা টিম হরিয়ানায় গতকালই পৌঁছে গেছে ।

আগামী পাঁচ জুন অ্যাথলেটিক্স , টেনি , জুডো , সুইমিং ও কালারিপায়াতু এই পাঁচ ইভেন্টের বাহান্নজনের ত্রিপুরা টিম আগরতলা থেকে হরিয়ানার উদ্দেশে রওনা হচ্ছে । মোট নয় ইভেন্টে খেলো ইণ্ডিয়ার প্রতিযোগিতায় নামবে ত্রিপুরা । শেষবার আসামের গুয়াহাটিতে খেলো ইণ্ডিয়ার জাতীয় যুব আসর অনুষ্ঠিত হয়েছিল । যেখানে ত্রিপুরা বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করলেও জিমনাস্টিক্সে চারটি সোনা ও ওয়েট লিফটিংয়ে একটি রৌপ্য পদক জিতেছিল । আর সেবার জিমনাস্টিক্সে প্রিয়াঙ্কা দাশগুপ্ত একাই চারটি সোনা এনে দিয়েছিল রাজ্যকে । এবারও টিমে রয়েছেন জিমনাস্ট প্রিয়াঙ্কা । স্বাভাবিকভাবেই জিমনাস্টিক্সে প্রিয়াঙ্কা দাশগুপ্তের উপর একটা বাড়তি প্রত্যাশা রয়েছে সবার । একইভাবে ওয়েট লিফটিংয়েও পদক আসার একটা সম্ভাবনা রয়েছে । এছাড়া টেনি ,, জুডো , যোগা ও থথংতা সহ বাকি ইভেন্টগুলোতে পদক আসতে পারে বলে ধারণা করছেন অনেকেই । যদিও বিভিন্ন ইভেন্টের কোচরা কিন্তু এ বিষয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাইছেন না । একাংশ কোচদের বক্তব্য যে ঠিকভাবে প্র্যাকটিস হয়নি । খেলো ইণ্ডিয়ার জাতীয় আসরে অংশগ্রহণের জন্য যে রকম প্রস্তুতি অনুশীলন হবার কথা তা হয়নি । অনেক প্লেয়ারদের একসাথে পাওয়া যায়নি । ক্রীড়া দপ্তরও দায়সারা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করেছে । এ অবস্থায় ভালো কিছু প্রত্যাশা করা ভুল হবে । তাই অনেকেই সাফল্যের বিষয় নিয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাইছে না । এদিকে , আয়োজক হরিয়ানা সরকার এই খেলো ইণ্ডিয়া জাতীয় যুব আসরের আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাইছে না । পঞ্চকুলায় দেবীলাল স্পোর্টস কমপ্লেক্স , আম্বালা ও পাঞ্জাব ইউনিভার্সিটি সহ কয়েকটি ভেন্যুতে হিঙিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করছে । আগামী তেরো জুন পর্যন্ত তা চলবে ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago