আঠারো ইভেন্টের উপর দশদিনব্যাপী আয়োজিত চতুর্থ খেলো ইণ্ডিয়া জাতীয় যুব আসর আগামীকাল ( শনিবার ) থেকে হরিয়ানার পঞ্চকুলায় শুরু হতে চলেছে । পঞ্চকুলায় দেবীলাল স্পোর্টস কমপ্লেক্সে আগামীকাল সন্ধ্যা ছয়টায় এই বৃহৎ ক্রীড়া আসরের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে । আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এছাড়াও উপস্থিত থাকছেন আয়োজক হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার , কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সহ অনেকেই । উদ্বোধনী অনুষ্ঠানের আগেই সম্ভবত আগামীকাল দুপুরের পর থেকে থাংতা সহ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হচ্ছে । যদিও দু – একটি ইভেন্ট ছাড়া বাকি ইভেন্টের গেম সিডিউল এখনও ঘোষণা করেনি উদ্যোক্তারা । তবে অ্যাথলেটিক্স , টেনিস সহ বেশিরভাগ ইভেন্টের প্রতিযোগিতায় আগামী সাত জুন থেকে শুরু হচ্ছে । দেশের বিভিন্ন রাজ্য দলগুলো খেলো ইণ্ডিয়ার অনূর্ধ্ব সতেরো জাতীয় যুব আসরে অংশগ্রহণ করতে হরিয়ানায় একে একে চলে আসছে । এদিকে , প্রথম দফায় ত্রিপুরার চার ইভেন্ট জিমনাস্টিক্স , থাংতা , ওয়েট লিফটিং ও যোগা টিম হরিয়ানায় গতকালই পৌঁছে গেছে ।
আগামী পাঁচ জুন অ্যাথলেটিক্স , টেনি , জুডো , সুইমিং ও কালারিপায়াতু এই পাঁচ ইভেন্টের বাহান্নজনের ত্রিপুরা টিম আগরতলা থেকে হরিয়ানার উদ্দেশে রওনা হচ্ছে । মোট নয় ইভেন্টে খেলো ইণ্ডিয়ার প্রতিযোগিতায় নামবে ত্রিপুরা । শেষবার আসামের গুয়াহাটিতে খেলো ইণ্ডিয়ার জাতীয় যুব আসর অনুষ্ঠিত হয়েছিল । যেখানে ত্রিপুরা বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করলেও জিমনাস্টিক্সে চারটি সোনা ও ওয়েট লিফটিংয়ে একটি রৌপ্য পদক জিতেছিল । আর সেবার জিমনাস্টিক্সে প্রিয়াঙ্কা দাশগুপ্ত একাই চারটি সোনা এনে দিয়েছিল রাজ্যকে । এবারও টিমে রয়েছেন জিমনাস্ট প্রিয়াঙ্কা । স্বাভাবিকভাবেই জিমনাস্টিক্সে প্রিয়াঙ্কা দাশগুপ্তের উপর একটা বাড়তি প্রত্যাশা রয়েছে সবার । একইভাবে ওয়েট লিফটিংয়েও পদক আসার একটা সম্ভাবনা রয়েছে । এছাড়া টেনি ,, জুডো , যোগা ও থথংতা সহ বাকি ইভেন্টগুলোতে পদক আসতে পারে বলে ধারণা করছেন অনেকেই । যদিও বিভিন্ন ইভেন্টের কোচরা কিন্তু এ বিষয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাইছেন না । একাংশ কোচদের বক্তব্য যে ঠিকভাবে প্র্যাকটিস হয়নি । খেলো ইণ্ডিয়ার জাতীয় আসরে অংশগ্রহণের জন্য যে রকম প্রস্তুতি অনুশীলন হবার কথা তা হয়নি । অনেক প্লেয়ারদের একসাথে পাওয়া যায়নি । ক্রীড়া দপ্তরও দায়সারা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করেছে । এ অবস্থায় ভালো কিছু প্রত্যাশা করা ভুল হবে । তাই অনেকেই সাফল্যের বিষয় নিয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাইছে না । এদিকে , আয়োজক হরিয়ানা সরকার এই খেলো ইণ্ডিয়া জাতীয় যুব আসরের আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাইছে না । পঞ্চকুলায় দেবীলাল স্পোর্টস কমপ্লেক্স , আম্বালা ও পাঞ্জাব ইউনিভার্সিটি সহ কয়েকটি ভেন্যুতে হিঙিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করছে । আগামী তেরো জুন পর্যন্ত তা চলবে ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…