Categories: খেলা

রাজ্যদল গঠনের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচের চিন্তাভাবনা

এই খবর শেয়ার করুন (Share this news)

ভেন্যু এখনও ঘোষণা করেনি বোর্ডের টুর্নামেন্ট ও ফিকচার কমিটি । তবে অক্টোবরের ৭ তারিখ অনূর্ধ্ব ১৯ ভিনু মাঁকড় ট্রফি একদিনের টুর্নামেন্ট শুরু হচ্ছে । আর এই টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব ১৯ রাজ্যদল গঠনের জন্য কয়েকটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করার চিন্তাভাবনায় রয়েছে টিসিএ । সূত্রে জানা গেছে , আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ ও দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ করার পরিকল্পনা রয়েছে । ১-৪ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৯ ক্যাম্পের ছেলেরা নিজেদের মধ্যে দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে । পরে সিনিয়র দলের ফিটনেস ক্যাম্পে থাকা অনূর্ধ্ব ২৫ ক্রিকেটারদের সঙ্গে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে । জানা গেছে , গত বছরের মতো এবারও চিফ কোচ গৌতম সোমের তত্ত্বাবধানে রাজ্য জুনিয়র ক্রিকেটাররা কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে রাজ্যের বাইরে যেতে পারে । পরে সেখান থেকেই দল টুর্নামেন্ট খেলতে যাবে । জুনিয়র নির্বাচক কমিটির এবার একটা ভালো দলই চিফ কোচ গৌতম সোমের হাতে তুলে দিতে চাইছেন । বিশেষ করে গত বছরে একদিনের ও চারদিনের ম্যাচে দুটি জাতীয় টুর্নামেন্টে রাজ্যদল তেমন একটা ভালো রেজাল্ট করতে পারেনি । এই দিকটা মাথায় রেখে একটা ভালো দলই গঠন করতে চাইছেন । উল্লেখ্য , এবার ভিনু মাঁকড় ‘ ট্রফি একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যদল সি গ্রুপে রয়েছে । এই গ্রুপের অন্য দলগুলি হল রাজস্থান , বিদর্ভ , ওড়িশা , গোয়া , ত্রিপুরা ও মেঘালয় । বর্তমানে রাজ্য দলগঠনের জুনিয়র দলের ক্যাম্প চলছে । ১ সেপ্টেম্বর থেকে জুনিয়র ক্যাম্পের ক্রিকেটাররা প্রথমে নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

9 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago