ভেন্যু এখনও ঘোষণা করেনি বোর্ডের টুর্নামেন্ট ও ফিকচার কমিটি । তবে অক্টোবরের ৭ তারিখ অনূর্ধ্ব ১৯ ভিনু মাঁকড় ট্রফি একদিনের টুর্নামেন্ট শুরু হচ্ছে । আর এই টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব ১৯ রাজ্যদল গঠনের জন্য কয়েকটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করার চিন্তাভাবনায় রয়েছে টিসিএ । সূত্রে জানা গেছে , আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ ও দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ করার পরিকল্পনা রয়েছে । ১-৪ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৯ ক্যাম্পের ছেলেরা নিজেদের মধ্যে দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে । পরে সিনিয়র দলের ফিটনেস ক্যাম্পে থাকা অনূর্ধ্ব ২৫ ক্রিকেটারদের সঙ্গে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে । জানা গেছে , গত বছরের মতো এবারও চিফ কোচ গৌতম সোমের তত্ত্বাবধানে রাজ্য জুনিয়র ক্রিকেটাররা কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে রাজ্যের বাইরে যেতে পারে । পরে সেখান থেকেই দল টুর্নামেন্ট খেলতে যাবে । জুনিয়র নির্বাচক কমিটির এবার একটা ভালো দলই চিফ কোচ গৌতম সোমের হাতে তুলে দিতে চাইছেন । বিশেষ করে গত বছরে একদিনের ও চারদিনের ম্যাচে দুটি জাতীয় টুর্নামেন্টে রাজ্যদল তেমন একটা ভালো রেজাল্ট করতে পারেনি । এই দিকটা মাথায় রেখে একটা ভালো দলই গঠন করতে চাইছেন । উল্লেখ্য , এবার ভিনু মাঁকড় ‘ ট্রফি একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যদল সি গ্রুপে রয়েছে । এই গ্রুপের অন্য দলগুলি হল রাজস্থান , বিদর্ভ , ওড়িশা , গোয়া , ত্রিপুরা ও মেঘালয় । বর্তমানে রাজ্য দলগঠনের জুনিয়র দলের ক্যাম্প চলছে । ১ সেপ্টেম্বর থেকে জুনিয়র ক্যাম্পের ক্রিকেটাররা প্রথমে নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…