রাজ্যপালের নেতৃত্বে কমিটি।
হিংসায় লিপ্ত বিভিন্ন পক্ষ এবং জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে মণিপুরে একটি কমিটি গঠন করলো কেন্দ্র।এই কমিটির প্রধান করা হয়েছে রাজ্যের রাজ্যপালকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই তথ্য প্রদান করেছে।এই শান্তি কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনাকয়েক মন্ত্রী,বিধায়ক, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ এবং নাগরিক সমাজগুলোর প্রতিনিধিগণ। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন,আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি এবং কলহে লিপ্ত বিভিন্ন গোষ্ঠী এবং পক্ষের মধ্যে বোঝাপড়ার লক্ষ্যে কাজ করবে এই নয়া কমিটি।পারস্পরিক আদান প্রদান এবং সামাজিক সমন্বয় শক্তিশালী করতে কমিটি এখন থেকে নিরন্তর প্রয়াস চালাবে।প্রাক্তন শীর্ষ আধিকারিকগণ, শিক্ষাবিদগণ, শিল্পীগণ, সমাজকর্মীগণ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদেরও এই কমিটিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৯ মে থেকে ১ জুন মণিপুর সফরকালে এই শান্তি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন।এখন পর্যন্ত মণিপুরে সহিংসায় ১০০ জনের প্রাণ গেছে এবং ৩০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।এদিকে শনিবারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা মণিপুর সফর করে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের মধ্যে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়।হিংসাদীর্ণ রাজ্যটিতে বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট করবেন বলে জানান হেমন্ত বিশ্বশর্মা। দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আয়োজিত ওই বৈঠকে এক শীর্ষ বিজেপি নেতাগণ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে হেমন্ত বিশ্বশর্মা বলেন, তাদের প্রয়োজন সম্পর্কে বলতে গিয়ে মণিপুর বিজেপি যাতে কোনও ধরনের দ্বিধাবো না করে এবং সেগুলো যাতে পূরণ হয় সেই বিষয়টি নিশ্চিত করবেন তিনি।