রাজ্যপাল পদে আজ শপথ নেবেন যীষ্ণু দেববর্মণ!!
অনলাইন প্রতিনিধি :-উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ।বুধবার বিকালে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলক আরাধে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল যীষ্ণু দেববর্মণকে শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে যীষ্ণু দেববর্মণকে আমন্ত্রণ জানিয়ে তেলেঙ্গানায় নিয়ে যেতে তেলেঙ্গানা রাজভবন থেকে এডিসি সহ আধিকারিকদের এক প্রতিনিধি আগরতলায় এসে পৌঁছেছেন।বুধবার সকালে তারা যীষ্ণু দেববর্মণকে নিয়ে তেলেঙ্গানার উদ্দেশে রওয়ানা হবেন।হায়দ্রাবাদ বিমান বন্দরে পৌঁছালে প্রথম নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শ্রী দেববর্মণকে গার্ড অব অনার্ড প্রদান করা হবে। বিকালে রাজভবনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শ্রী দেববর্মণ নয়াদিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।১ আগষ্ট নয়াদিল্লীতে রাজ্যপালদের সম্মেলনে তিনি যোগদান করবেন।নয়াদিল্লীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের
সঙ্গে সাক্ষাৎও করবো শ্রী দেববর্মণ।৩ আগষ্ট, ৪ আগষ্ট শ্রী দেববর্মণের আগরতলায় আসার কথা রয়েছে।