অনলাইন প্রতিনিধি :-তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছেন মাস দুয়েক হয়েছে। তবু প্রতি মুহূর্তে তার মন পড়ে থাকে এ রাজ্যে।এ রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, ত্রিপুরার রাজ পরিবারের সাথে তার নাড়ির যোগ- তিনি যীষ্ণু দেববর্মণ।প্রথমবারের মতো কোন রাজ্যপাল রূপে পেয়েছে ত্রিপুরা,যীষ্ণু দেববর্মণকে।তার নিজ রাজ্যে সম্প্রতি এসেছেন যীষ্ণুবাবু। রবিবার সন্ধ্যায় যীষ্ণুবাবুর গোর্খাবস্তিস্থিত বাসভবনে তার সাথ একান্ত আলাপচারিতায় মেতে ছিলেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল।তাদের মধ্যে শারদীয়ার আগাম শুভেচ্ছা বিনিময় হয়।দৈনিক সংবাদের শারদীয় সংখ্যা তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মণের হাতে তুলে দেন চেয়ারম্যান শ্রী পাল। তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ তার আলাপচারিতায় বর্তমান দেশীয় রাজনীতি,রাজ্যের রাজনীতি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী অধ্যায় সহ তেলেঙ্গানার নানা বিষয় নিয়ে আলোচনা করেন।দুই রাজ্যের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য,পরম্পরা, কৃষ্টি ইত্যাদি আলোচনায় উঠে আসে।এককথায় শ্রী দেববর্মণ এখন ২ রাজ্যের মধ্যে একজন সমন্বয়ক হিসাবে কাজ করছেন। রাজ্যের প্রথম ব্যক্তিত্ব হিসাবে তিনি সম্প্রতি তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন। আলোচনাকালে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল তেলেঙ্গানার রাজ্যপাল পদে শ্রীদেববর্মণ যথেষ্ট সফল হবেন বলে আশা ব্যক্ত ‘করেছেন।রাজ্যের উন্নয়নের শ্রীদেববর্মনের ইতিবাচক দৃষ্টিভঙ্গীরও বেজায় প্রশংসা করেন চেয়ারম্যান শ্রীপাল। তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে শ্রী দেববর্মণের নিযুক্তি রাজ্যবাসীর গর্বের বলেও মন্তব্য করেন শ্রীপাল। আলোচনায় রাজ্যপাল শ্রী দেববর্মণ জানান, তেলেঙ্গানার বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বেসরকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যাতে রাজ্যে আসে এ নিয়ে তিনি প্রতিনিয়তই সচেষ্ট থাকবেন।হায়দ্রাবাদে একটি ত্রিপুরা ভবন চালু করা যায় কিনা এ নিয়েও শ্রী দেববর্মণ সচেষ্ট হবেন বলে ট্রাস্টের চেয়ারম্যান শ্রীপালকে জানান। আলোচনাকালে রাজ্যপাল শ্রীদেববর্মণ জানান, হায়দ্রাবাদে প্রায় আট লক্ষাধিক বঙ্গভাষাভাষী লোক বসবাস করেন।তারা এবছর মহাসাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করেছে। এরকম প্রায় ৫৫ টি পুজো সংগঠক তার কাছে পুজো উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।এজন্য শ্রী দেববর্মণ আগামী ৯ অক্টোবর ফের হায়দ্রাবাদে উড়ে যাচ্ছেন বলেও জানান। প্রথমবারের মতো পুজো তিনি এবার হায়দ্রাবাদে কাটাবেন। এর আগে রাজ্যবাসীকে তিনি শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের রাজ পরিবারের সদস্য যীষ্ণু দেববর্মণ। উল্লেখ্য, যীষ্ণু দেববর্মণ রাজ্যের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। ২০১৮-২০২৩ সাল পর্যন্ত তিনি ত্রিপুরার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। রাজনীতির পাশাপাশি তার বিভিন্ন বিষয়ের উপর অগাধ দখল রয়েছে।তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হয়ে সে রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থায় তার বাগ্মিতা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…