রাজ্যব্যাপী লক্ষ্যমাত্রা ১২ লক্ষ সদস্য: বিজেপি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী ২সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। সদস্যতা অভিযানকে কেন্দ্র করে পদ্ম শিবিরের তোড়জোড় চলছে গোটা রাজ্যজুড়ে।ইতিমধ্যেই বিজেপির দশটি সাংগঠনিক জেলা এবং মণ্ডলের স্তরে কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার বুথ স্তরে কর্মশালা সম্পন্ন হয়ে যাবে।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে এবার তাদের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ সদস্য পদ করানো।এই লক্ষ্য পূরণে প্রদেশ নেতৃত্ব যাবতীয় উদ্যোগ নিয়েছে। লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় পর্যায়ে কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিন সেপ্টেম্বর সদস্য পদ রিনিউ করে রাজ্যস্তরে কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।সদস্যতা অভিযানকে কেন্দ্র করে বিজেপির রাজ্যভিত্তিক কর্মশালাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।বিজেপির দশটি সাংগঠনিক জেলায় সম্পন্ন হয়েছে কর্মশালা।শনিবার বিজেপি সদর গ্রামীণ জেলায় কর্মশালা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রীভট্টাচার্য এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর উপস্থিতিতে।প্রতিটি বিধানসভা কেন্দ্রে হয়েছে শাসক শিবিরের কর্মশালা। রাজ্যের ৩,৩৪৯টি বুথেই হবে কর্মশালা।২০১৯ সালে সদস্যপদ অভিযান হয়েছিল। ২০২৪ সালে তা ফের হতে চলেছে।এ মুহূর্তে সভ্য পদের নিরিখে বিশ্বের সবচাইতে বড়
দল বিজেপি।এই দলের সদস্যপদ নিতে রাজ্যের সব স্তরের মানুষের কাছে আবেদন রেখেছেন প্রদেশ বিজেপির মেম্বারশিপ ইনচার্জ।সর্বভারতীয় স্তর থেকে যে লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে।এবারও তার চেয়ে বেশি সদস্য করতে চাইছে প্রদেশ নেতৃত্ব।যার প্রেক্ষিতে আগামী কয়দিন কেন্দ্রীয় নির্দেশিকা অনুসরণ করে মাঠে নামতে চলেছে পদ্ম শিবির। সদস্য বানানোর সময় তারা দলের ভাবধারা এবং আদর্শও মেলে ধরতে চলেছেন।
এদিকে,আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সারা রাজ্যে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সংযুক্ত মোর্চার পদাধিকারীদের নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয়েছে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

6 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

6 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

7 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

7 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

7 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

8 hours ago