অনলাইন প্রতিনিধি :-আগামী ২সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। সদস্যতা অভিযানকে কেন্দ্র করে পদ্ম শিবিরের তোড়জোড় চলছে গোটা রাজ্যজুড়ে।ইতিমধ্যেই বিজেপির দশটি সাংগঠনিক জেলা এবং মণ্ডলের স্তরে কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার বুথ স্তরে কর্মশালা সম্পন্ন হয়ে যাবে।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে এবার তাদের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ সদস্য পদ করানো।এই লক্ষ্য পূরণে প্রদেশ নেতৃত্ব যাবতীয় উদ্যোগ নিয়েছে। লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় পর্যায়ে কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিন সেপ্টেম্বর সদস্য পদ রিনিউ করে রাজ্যস্তরে কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।সদস্যতা অভিযানকে কেন্দ্র করে বিজেপির রাজ্যভিত্তিক কর্মশালাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।বিজেপির দশটি সাংগঠনিক জেলায় সম্পন্ন হয়েছে কর্মশালা।শনিবার বিজেপি সদর গ্রামীণ জেলায় কর্মশালা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রীভট্টাচার্য এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর উপস্থিতিতে।প্রতিটি বিধানসভা কেন্দ্রে হয়েছে শাসক শিবিরের কর্মশালা। রাজ্যের ৩,৩৪৯টি বুথেই হবে কর্মশালা।২০১৯ সালে সদস্যপদ অভিযান হয়েছিল। ২০২৪ সালে তা ফের হতে চলেছে।এ মুহূর্তে সভ্য পদের নিরিখে বিশ্বের সবচাইতে বড়
দল বিজেপি।এই দলের সদস্যপদ নিতে রাজ্যের সব স্তরের মানুষের কাছে আবেদন রেখেছেন প্রদেশ বিজেপির মেম্বারশিপ ইনচার্জ।সর্বভারতীয় স্তর থেকে যে লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে।এবারও তার চেয়ে বেশি সদস্য করতে চাইছে প্রদেশ নেতৃত্ব।যার প্রেক্ষিতে আগামী কয়দিন কেন্দ্রীয় নির্দেশিকা অনুসরণ করে মাঠে নামতে চলেছে পদ্ম শিবির। সদস্য বানানোর সময় তারা দলের ভাবধারা এবং আদর্শও মেলে ধরতে চলেছেন।
এদিকে,আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সারা রাজ্যে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সংযুক্ত মোর্চার পদাধিকারীদের নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…