দৈনিক সংবাদ অনলাইনঃ টিসিএর সিনিয়র ক্রিকেটে রাজ্যসেরা হওয়ার জন্য সোমবার খেতাবি যুদ্ধে নামবে দুই প্রতিবেশী মহকুমা দল । একদিকে তারকাখচিত সদর , তো অন্যদিকে লড়াকু দল মোহনপুর । সদরের মতো মোহনপুরেও রাজ্যদলের হয়ে খেলা তারকা ক্রিকেটার রয়েছে ।
তবে সোমবার এমবিবি স্টেডিয়ামে সদর কিন্তু ফেভারিট হিসাবে মাঠে নামছে । তবে ভুললে চলবে না খেলাটার নাম ক্রিকেট । যেখানে বাইশ গজের জমিতে ব্যাট বলের যুদ্ধের অনেক হিসাবনিকাশ পাল্টে যেতে পারে । ফাইনালে ওঠার পথে সদর বা মোহনপুর কোনও দলই কিন্তু পুরো পঞ্চাশ ওভার খেলার মতো ম্যাচ পায়নি । মোহনপুর সেমিফাইনালে বারো ওভার ম্যাচ খেলে জয় পায় ।
অন্যদিকে , সদর দশ ওভার ম্যাচ খেলে জয় পায় । তাই ফাইনালে খেলার আগে দু’দলই নিজেদের ঠিকমতো মেলে ধরতে অঙ্ক কষে খেলার সুযোগ পায়নি । সদর উদয়পুরের বিরুদ্ধে সেমিফাইনালে দশ ওভারে ৬৪ রান তুলেছিল । জবাবে উদয়পুর ৫১ রানই তুলতে সক্ষম হয়েছিল । অন্যদিকে , মোহনপুর কৈলাসহরের বিরুদ্ধে ১২ ওভারে ১০১/৬ রান তুলে । জবাবে কৈলাসহর ১০ ওভারে ৮২/৬ রানই তুলতে পারে । সোমবারের ফাইনালে ব্যাট বলের শক্তির লড়াইয়ে তাই কোনও দলকে খুব এগিয়ে রাখা যাচ্ছে না।
তবে যেহেতু সদর দলে অভিজ্ঞ ক্রিকেটার বেশি তাই কাগজেকলমে তো তারা খানিকটা এগিয়ে থেকেই নামবে । তবে এটাও ঠিক , প্রথমবারের মতো রাজ্য ক্রিকেটের ফাইনালে ওঠায় শ্রীদাম পাল , অজয় সরকারদের লক্ষ্য খেতাব জয়ের দিকেই থাকবে ।
শনিবার কিন্তু কৈলাসহরের বিরুদ্ধে ম্যাচ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা নিয়েছিল শ্রীদাম পাল । তাই তাকে নিয়ে সদরের বাড়তি একটা চিন্তা বা পরিকল্পনা থাকবেই । তেমনভাবে মোহনপুরের তারকা বোলার অজয় সরকারকে নিয়েও সদরের ব্যাটসম্যানদের বাড়তি একটা প্রেশার থাকবে । অজয় কিন্তু সদর দলের জন্য একটা দুশ্চিন্তার কারণ থাকবেই । অন্তত তার মতো অভিজ্ঞ বোলার যেকোনও প্রতিপক্ষ দলকে চিন্তার মধ্যে রাখবে ।
এদিকে , বেশ কয়েক বছর পর রাজ্য সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে । একটা সময় এই টুর্নামেন্টে সদরের প্রতিপক্ষ হয় উদয়পুর হতো , নয় বিশালগড় । এবার উদয়পুরকে সেমিফাইনালেই ছিটকে দেয় সদর। তবে প্রথমবার প্রতিপক্ষ মোহনপুরকে নিয়ে সদর অবশ্যই ম্যাচ জয়ের ছক বা পরিকল্পনা কষে নেবে ।
তবে ফাইনাল ম্যাচে নামার আগে দু’দল ব্যাট বলের প্রস্তুতির তেমন সুযোগ পায়নি । এছাড়া , ফাইনাল ম্যাচে একে অন্যকে প্রতিপক্ষ ভাবা ছাড়াও তৃতীয় প্রতিপক্ষও থাকবে । তা হলো বৃষ্টি । কারণ কোয়ার্টার ফাইনালের পরই বৃষ্টির থাবায় দুটি সেমিফাইনাল ম্যাচ তো নামকাওয়াস্তে হয়েছে । ৫০:৫০ ম্যাচ ১০ , ১২ ওভারে হয়েছে । তাই সোমবার ফাইনাল ম্যাচটি বৃষ্টিহীন থাকবে কি না তা কেউ বলতে পারছে না । তেইশ মে বৃষ্টির জন্য খেলা না হলে চব্বিশ মে রিজার্ভ ডে থাকছে ।
তবে রজত দে , সম্রাট সিন্হা, কৌশল আচার্য , নিরুপম সেন চৌধুরী , নিরুপম সেন , বিশাল ঘোষ , পল্লব দাসরা কিন্তু সদরের অন্যতম ব্যাটিং শক্তি । ভরসাও । বোলিংয়েও সদরের গভীরতা রয়েছে । তবে এটাও ঠিক , অনেক সময়ই বড় দলগুলির বিরুদ্ধে ছোট দলগুলি বিপজ্জনক হয়ে ওঠে । মোহনপুরের ক্ষেত্রেও তা হতে পারে । আশা করা হচ্ছে , ফাইনাল ম্যাচটি বেশ জমজমাটই হবে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…