Categories: দেশ

রাজ্যসভার ভোটে পাল্টাচ্ছে চিত্র

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যসভা নির্বাচন নিয়ে তুমুল আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতির প্রায় প্রতিটি দলের অন্দরে । আগামী ৮ জুন একসঙ্গে ৫৭ টি আসনের নির্বাচন হতে চলেছে । ইতিমধ্যেই বিজেপি রাজ্যসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গিয়েছিল । তবে একঝাঁক এমপি ও মন্ত্রীর রাজ্যসভার মেয়াদ সমাপ্ত হওয়ায় আবার বিজেপির আসন কমে যাবে । কিন্তু উত্তরপ্রদেশে পুনরায় বিপুল জয়ের ফলে অতিরিক্ত আসনে জয় আসবে বিজেপির । মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ৮ টি আসনে জয়ী হবে বিজেপি । তিনটি আসন পাবে সমাজবাদি পার্টি ।

সুতরাং অতিরিক্ত আসন বাড়িয়ে বিজেপি ১০০ আসনের গণ্ডি আবার পেরিয়ে গেলেও নরেন্দ্র মোদির স্বপ্নের সংখ্যা অর্জন করা সম্ভব হবে না । রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১২৩। লোকসভায় বিজেপি এককভাবেই ৩০০ ছাপিয়ে যাওয়ায় সেখানে যে কোনও বিল পাস করানোর ক্ষেত্রে কোনও সমস্যা হয় না । আর সর্বোপরি অন্য দলের উপর নির্ভর করতে হয় না । রাজ্যসভায় কিন্তু এককভাবে বিজেপি ও এনডিএ জোটের পক্ষে ভোটাভুটিতে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয় না । বিভিন্ন দলের কৌশলগত অবস্থানের সহায়তা নিতে হয় । কখনও কোনও সমর্থক দল ভোটদানে বিরত হয় । কখনও আবার অনুপস্থিত থাকে ।এই ঘুরপথে জয়ের পরিবর্তে এককভাবে গরিষ্ঠতা অর্জন করতে হলে একমাত্র পথ রাজ্যসভায় সংখ্যা বাড়ানো । কিন্তু রাজ্যে রাজ্যে বিজেপির জয়ের ধারা এতটাও নয় যে , হঠাৎ করে বেড়ে যাবে রাজ্যসভার আসন । ২০২৪ সালে সম্ভাবনা আছে । কিন্তু তার আগে আসন্ন রাজ্যসভার ভোটে বিজেপি ১০০ আসন পেরিয়ে গেলেও এই বছরের দ্বিতীয়ার্ধে আবার কমে যাবে কিছু আসন । কারণ , সেই সময় ছত্তিশগড় , রাজস্থান থেকে আসন শূন্য হবে । আর ওই রাজ্যগুলিতে কংগ্রেসের আসন বেশি । এদিকে আসন্ন রাজ্যসভার ভোটে কংগ্রেসের লোকসান হবে সবথেকে বেশি । ৩০ আসনে নেমে যেতে পারে কংগ্রেস । অন্যদিকে সবথেকে বড় ধাক্কা খাবেন মায়াবতী । তার মাত্র একজন সদস্যই টিকে থাকবেন । সুতরাং মায়াবতীর রাজনৈতিক গুরুত্ব চরম সঙ্কটে । রাজ্য রাজনীতিতে তিনি প্রায় সংখ্যাগতভাবে মুছে গিয়েছেন । আর জাতীয় রাজনীতিতে তার কোনও আঞ্চলিক দলের সঙ্গে বন্ধুত্ব নেই । কারণ , বিগত বছরগুলিতে তিনি কেন্দ্রীয় সরকারকে রাজ্যসভায় সহায়তা করে এসেছেন বিভিন্ন ভোটাভুটি এবং সংসদীয় কার্যক্ষেত্রে । তাই তাকে এখন আর বিরোধী জোটেও সম্ভবত দেখা যাবে না । কেউই তার সঙ্গে যোগাযোগ করে না । এই অবস্থায় রাজ্যসভার নির্বাচনে বিজেপি নিজের আসন সংখ্যা কিছুটা বাড়ালেও সবথেকে চমকপ্রদ ফলাফল করবে আম আমদি পার্টি । পাঞ্জাব জয়ের ফলে আগামীদিনে আম আদমি পার্টির রাজ্যসভায় এমপি সংখ্যা হতে চলেছে ৯। যা চুতুর্থ স্থানে নিয়ে আসবে তাদের ।

Dainik Digital

Recent Posts

ইএসআইর ডিসপেনসারির বেহাল দশায় রোগীরা বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…

2 days ago

নয়া উদ্বেগ এইচএমপিভি!!

২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…

2 days ago

আরও ২৫ স্কুল বিদ্যাজ্যোতির আওতায়!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…

2 days ago

তীব্র ভূমিকম্প তীব্বতে, মৃত্য মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…

2 days ago

এনএইচআইডিসিএলের ভূমিকা রহস্যজনক, প্রশ্নের মুখে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…

2 days ago

কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…

2 days ago