Categories: দেশ

রাজ্যসভার ভোটে পাল্টাচ্ছে চিত্র

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যসভা নির্বাচন নিয়ে তুমুল আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতির প্রায় প্রতিটি দলের অন্দরে । আগামী ৮ জুন একসঙ্গে ৫৭ টি আসনের নির্বাচন হতে চলেছে । ইতিমধ্যেই বিজেপি রাজ্যসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গিয়েছিল । তবে একঝাঁক এমপি ও মন্ত্রীর রাজ্যসভার মেয়াদ সমাপ্ত হওয়ায় আবার বিজেপির আসন কমে যাবে । কিন্তু উত্তরপ্রদেশে পুনরায় বিপুল জয়ের ফলে অতিরিক্ত আসনে জয় আসবে বিজেপির । মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ৮ টি আসনে জয়ী হবে বিজেপি । তিনটি আসন পাবে সমাজবাদি পার্টি ।

সুতরাং অতিরিক্ত আসন বাড়িয়ে বিজেপি ১০০ আসনের গণ্ডি আবার পেরিয়ে গেলেও নরেন্দ্র মোদির স্বপ্নের সংখ্যা অর্জন করা সম্ভব হবে না । রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১২৩। লোকসভায় বিজেপি এককভাবেই ৩০০ ছাপিয়ে যাওয়ায় সেখানে যে কোনও বিল পাস করানোর ক্ষেত্রে কোনও সমস্যা হয় না । আর সর্বোপরি অন্য দলের উপর নির্ভর করতে হয় না । রাজ্যসভায় কিন্তু এককভাবে বিজেপি ও এনডিএ জোটের পক্ষে ভোটাভুটিতে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয় না । বিভিন্ন দলের কৌশলগত অবস্থানের সহায়তা নিতে হয় । কখনও কোনও সমর্থক দল ভোটদানে বিরত হয় । কখনও আবার অনুপস্থিত থাকে ।এই ঘুরপথে জয়ের পরিবর্তে এককভাবে গরিষ্ঠতা অর্জন করতে হলে একমাত্র পথ রাজ্যসভায় সংখ্যা বাড়ানো । কিন্তু রাজ্যে রাজ্যে বিজেপির জয়ের ধারা এতটাও নয় যে , হঠাৎ করে বেড়ে যাবে রাজ্যসভার আসন । ২০২৪ সালে সম্ভাবনা আছে । কিন্তু তার আগে আসন্ন রাজ্যসভার ভোটে বিজেপি ১০০ আসন পেরিয়ে গেলেও এই বছরের দ্বিতীয়ার্ধে আবার কমে যাবে কিছু আসন । কারণ , সেই সময় ছত্তিশগড় , রাজস্থান থেকে আসন শূন্য হবে । আর ওই রাজ্যগুলিতে কংগ্রেসের আসন বেশি । এদিকে আসন্ন রাজ্যসভার ভোটে কংগ্রেসের লোকসান হবে সবথেকে বেশি । ৩০ আসনে নেমে যেতে পারে কংগ্রেস । অন্যদিকে সবথেকে বড় ধাক্কা খাবেন মায়াবতী । তার মাত্র একজন সদস্যই টিকে থাকবেন । সুতরাং মায়াবতীর রাজনৈতিক গুরুত্ব চরম সঙ্কটে । রাজ্য রাজনীতিতে তিনি প্রায় সংখ্যাগতভাবে মুছে গিয়েছেন । আর জাতীয় রাজনীতিতে তার কোনও আঞ্চলিক দলের সঙ্গে বন্ধুত্ব নেই । কারণ , বিগত বছরগুলিতে তিনি কেন্দ্রীয় সরকারকে রাজ্যসভায় সহায়তা করে এসেছেন বিভিন্ন ভোটাভুটি এবং সংসদীয় কার্যক্ষেত্রে । তাই তাকে এখন আর বিরোধী জোটেও সম্ভবত দেখা যাবে না । কেউই তার সঙ্গে যোগাযোগ করে না । এই অবস্থায় রাজ্যসভার নির্বাচনে বিজেপি নিজের আসন সংখ্যা কিছুটা বাড়ালেও সবথেকে চমকপ্রদ ফলাফল করবে আম আমদি পার্টি । পাঞ্জাব জয়ের ফলে আগামীদিনে আম আদমি পার্টির রাজ্যসভায় এমপি সংখ্যা হতে চলেছে ৯। যা চুতুর্থ স্থানে নিয়ে আসবে তাদের ।

Dainik Digital

Recent Posts

জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে…

4 hours ago

আমিত্বের আস্ফালন!!

নবরূপে কি ফিরে আসছে ফ্যাসিবাদ? তা না হলে জনতার ভোটে নির্বাচিত নির্বাচিত হয়ে আসার মাত্র…

6 hours ago

গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-গুণগত শিক্ষাপ্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনও মূল্যই থাকে না। মঙ্গলবার আমতলি…

7 hours ago

চিটফান্ডের অর্থ ফেরত,সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো উচ্চ আদালতে!!

অনলাইন প্রতিনিধি :-চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সুলুকসন্ধানে সিবিআই…

7 hours ago

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

1 day ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

1 day ago