রাজ্যসভা নির্বাচন নিয়ে তুমুল আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতির প্রায় প্রতিটি দলের অন্দরে । আগামী ৮ জুন একসঙ্গে ৫৭ টি আসনের নির্বাচন হতে চলেছে । ইতিমধ্যেই বিজেপি রাজ্যসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গিয়েছিল । তবে একঝাঁক এমপি ও মন্ত্রীর রাজ্যসভার মেয়াদ সমাপ্ত হওয়ায় আবার বিজেপির আসন কমে যাবে । কিন্তু উত্তরপ্রদেশে পুনরায় বিপুল জয়ের ফলে অতিরিক্ত আসনে জয় আসবে বিজেপির । মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ৮ টি আসনে জয়ী হবে বিজেপি । তিনটি আসন পাবে সমাজবাদি পার্টি ।
সুতরাং অতিরিক্ত আসন বাড়িয়ে বিজেপি ১০০ আসনের গণ্ডি আবার পেরিয়ে গেলেও নরেন্দ্র মোদির স্বপ্নের সংখ্যা অর্জন করা সম্ভব হবে না । রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১২৩। লোকসভায় বিজেপি এককভাবেই ৩০০ ছাপিয়ে যাওয়ায় সেখানে যে কোনও বিল পাস করানোর ক্ষেত্রে কোনও সমস্যা হয় না । আর সর্বোপরি অন্য দলের উপর নির্ভর করতে হয় না । রাজ্যসভায় কিন্তু এককভাবে বিজেপি ও এনডিএ জোটের পক্ষে ভোটাভুটিতে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয় না । বিভিন্ন দলের কৌশলগত অবস্থানের সহায়তা নিতে হয় । কখনও কোনও সমর্থক দল ভোটদানে বিরত হয় । কখনও আবার অনুপস্থিত থাকে ।এই ঘুরপথে জয়ের পরিবর্তে এককভাবে গরিষ্ঠতা অর্জন করতে হলে একমাত্র পথ রাজ্যসভায় সংখ্যা বাড়ানো । কিন্তু রাজ্যে রাজ্যে বিজেপির জয়ের ধারা এতটাও নয় যে , হঠাৎ করে বেড়ে যাবে রাজ্যসভার আসন । ২০২৪ সালে সম্ভাবনা আছে । কিন্তু তার আগে আসন্ন রাজ্যসভার ভোটে বিজেপি ১০০ আসন পেরিয়ে গেলেও এই বছরের দ্বিতীয়ার্ধে আবার কমে যাবে কিছু আসন । কারণ , সেই সময় ছত্তিশগড় , রাজস্থান থেকে আসন শূন্য হবে । আর ওই রাজ্যগুলিতে কংগ্রেসের আসন বেশি । এদিকে আসন্ন রাজ্যসভার ভোটে কংগ্রেসের লোকসান হবে সবথেকে বেশি । ৩০ আসনে নেমে যেতে পারে কংগ্রেস । অন্যদিকে সবথেকে বড় ধাক্কা খাবেন মায়াবতী । তার মাত্র একজন সদস্যই টিকে থাকবেন । সুতরাং মায়াবতীর রাজনৈতিক গুরুত্ব চরম সঙ্কটে । রাজ্য রাজনীতিতে তিনি প্রায় সংখ্যাগতভাবে মুছে গিয়েছেন । আর জাতীয় রাজনীতিতে তার কোনও আঞ্চলিক দলের সঙ্গে বন্ধুত্ব নেই । কারণ , বিগত বছরগুলিতে তিনি কেন্দ্রীয় সরকারকে রাজ্যসভায় সহায়তা করে এসেছেন বিভিন্ন ভোটাভুটি এবং সংসদীয় কার্যক্ষেত্রে । তাই তাকে এখন আর বিরোধী জোটেও সম্ভবত দেখা যাবে না । কেউই তার সঙ্গে যোগাযোগ করে না । এই অবস্থায় রাজ্যসভার নির্বাচনে বিজেপি নিজের আসন সংখ্যা কিছুটা বাড়ালেও সবথেকে চমকপ্রদ ফলাফল করবে আম আমদি পার্টি । পাঞ্জাব জয়ের ফলে আগামীদিনে আম আদমি পার্টির রাজ্যসভায় এমপি সংখ্যা হতে চলেছে ৯। যা চুতুর্থ স্থানে নিয়ে আসবে তাদের ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…