রাজ্যসভায় পাশ হলো দিল্লি পরিষেবা বিল।

 রাজ্যসভায় পাশ হলো দিল্লি পরিষেবা বিল।
এই খবর শেয়ার করুন (Share this news)

“গভর্নমেন্ট অফ ন্যাশনাল টেরিটোরি অফ দিল্লি বিল” ৭ অগাস্ট অর্থাৎ সোমবার রাতে পাশ হয়ে গেল রাজ্যসভায়। বিরোধী শক্তি একজোট হয়েও বিল আটকাতে পারেনি। বিলের সপক্ষে পড়েছে ১৩১ টি ভোট ও বিলের বিপক্ষে পড়েছে ১০২ টি ভোট। স্বভাবতই রাজ্যসভায় বিরোধী শক্তি দুর্বল হয়ে পড়ে এই বিল রোখার ক্ষেত্রে। গত ৩ অগস্ট লোকসভায় পাশ হয় এই বহুল চর্চিত বিল। এরপর রাজ্যসভায় এই বিল পাশ হল। উল্লেখ্য, এই বিল ঘিরে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে বহুদিন ধরে সংঘাত চলছিলো। সোমবার রাজ্যসভায় এই নিয়ে সকাল থেকে অনেক রাত পর্যন্ত আলেচনা চলে। বিরোধী জোট প্রবলভাবে চেষ্টা করে এই বিলকে আটকানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজয় ঘটে। বিরোধীদের বক্তব্যের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করবে না এই বিল। শাহ বলেন, বিলটি দেশের রাজধানীকে আরও বেশি কার্যকর, দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে আনা হয়েছে। সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে দিল্লির যে কোনও বিষয়ে আইন পাস করার অধিকার সংসদের রয়েছে। দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটি হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.