রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন বিপ্লব কুমার দেব

 রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন বিপ্লব কুমার দেব
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাজ্যসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মনোনয়ন জমা দেওয়ার আগে বাড়ি থেকে বেরনোর সময় মায়ের কাছ থেকে নিলেন আশীর্বাদ।

IMG-20220912-WA0001

এরপর যান গুরুদেব ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমে।ঠাকুরের আশীর্বাদ নিয়ে পৌঁছান কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়ক গন এবং দলের শীর্ষ পদাধিকারীরা।

এরপর দলীয় কার্যালয় থেকে সকলকে সাথে নিয়ে পৌঁছান রাজ্য বিধানসভায়। জমা দিলেন মনোনয়ন পত্র। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী,উপমুখ্যমন্ত্রী, দুই সাংসদ প্রতিমা ভৌমিক,রেবতী ত্রিপুরা। রাজ্য মন্ত্রিপরিষদের সকল সদস্য-সদস্যা, বিধায়কগন, শরীক দলের মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ দলের শীর্ষ নেতৃত্ব ও পদাধিকারীরা। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব সকলকে একসাথে নিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে জোরদার লড়াইয়ের বার্তা দিলেন। তাঁর মনোনয়ন কে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

IMG-20220912-WA0003
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.