রাজ্যসভা, ২২ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
রাজ্যসভায় ভোট আগামী ১০ জুন । এর ঠিক আগে বিজেপি তাদের ২২ প্রার্থীর নাম ঘোষণা করলো মঙ্গলবার । এছাড়া পার্টি রাজস্থান এবং হরিয়ানা থেকে ২ জন নির্দল প্রার্থীকে সমর্থন দেবার কথা ঘোষণা করেছে । বিজেপির তরফে রাজ্যসভা প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নির্মলা সীতারামন । তেমনি মুক্তার আব্বাস নাকভি , সিনিয়র নেতা বিনয় সহস্রবুদ্ধে , ওপি মাথুরদের নাম নেই প্রার্থী তালিকায় । উত্তরপ্রদেশ থেকে ৮ জন প্রার্থী হচ্ছেন , মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে হচ্ছেন তিনজন করে , বিহার , মধ্যপ্রদেশ থেকে ২ জন করে এবং রাজস্থান , উত্তরাখণ্ড , ঝাড়খণ্ড , হরিয়ানা থেকে একজন করে প্রার্থীর নাম রয়েছে । রাজস্থান থেকে মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রাকে সমর্থন করার কথা ঘোষণা করছে বিজেপি । হরিয়ানা থেকে কার্তিকেয় শর্মাকে সমর্থনের কথা জানিয়েছেন বিজেপি । এরা উভয়েই নির্দল প্রার্থী । শুধু তাই নয় সুভাষ চন্দ্রা এদিন তার মনোনয়নও জমা করেছেন । এদিন রাজস্থান থেকে কংগ্রেসের টিকিটে মনোনয়ন জমা করেছেন কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, প্রমোদ তিওয়ারী , রণদীপ সিং সুরজেওয়ালা প্রমুখ । এছাড়া বিজেপির তরফে মনোনয়ন জমা করেছেন ঘনশ্যাম তিওয়ারী। কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, উল্লেখ্য , এসেল গ্রুপ চেয়ারম্যান সুভাষ চন্দ্রা বর্তমানে রাজ্যসভা সাংসদ । তার মেয়াদকাল শেষ হচ্ছে আগামী ১ আগষ্ট । রাজস্থানে কংগ্রেসের চারটির মধ্যে ২ টি আসনে জয় পাকা । যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলেট দাবি করেছেন তিনটি আসনে জয়ী হবে তার দল।তার আরও বক্তব্য , সুভাষ চন্দ্রাকে দাঁড় করিয়ে বিজেপি একটা ‘ গেম খেলতে চাইছে ।