রাজ্যেও ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত উচ্চ আদালতে মান্যতা দেবে সিপিএমঃ জিতেন

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্যেও ইন্ডিয়া জোট আহুত প্রতিবাদ দিবস করল সিপিএম। সংসদ থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন সাংসদ সাসপেন্ডের প্রতিবাদে ‘ইন্ডিয়া’ জোট সারা দেশব্যাপী যে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল। এর অঙ্গ হিসাবে আজ রাজধানীতে মিছিল সভা করেছে সিপিএম। শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাংবাদিকদের জানান, ইন্ডিয়া জোটের জন্যে বিজেপির রাতের ঘুম নেই। এ দিন কংগ্রেস দলের এই প্রতিবাদ কর্মসূচিতে আসার কথা ছিল। তবে কংগ্রেস নেতৃত্ব রাজ্যে এই কর্মসূচি বিকেলে করতে চেয়েছিলেন। কিন্তু বিকেলে সিপিএম রাজ্য কমিটির সভা পূর্ব নির্ধারিত ছিল। তাই এক সাথে রাজ্যে প্রতিবাদ করা গেল না। তিনি জানান, কংগ্রেস বিকেলে প্রতিবাদ কর্মসূচি করবেন। তবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে পরবর্তীতে ত্রিপুরাতে ইন্ডিয়া জোট এক সাথেই কর্মসূচি পালন করবে সিপিএম। তিনি এ দিন আবারও আসন্ন লোকসভা ভোটে ইন্ডিয়া জোট সফল করার লক্ষ্যে এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজ্যে সিপিএম কংগ্রেসের জোটের ও বার্তা দিলেন। জিতেন চৌধুরী জানান দেশে একনায়ক বিজেপি সরকারের বিদায় নিশ্চিত। বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখে পায়ের নিচের মাটি নেই বিজেপির। বিজেপি সরকার ক্ষতাচ্যুতের ভয়ে সংসদ থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন সাংসদ আাসপেন্ড করে দিয়েছে। তবে এসব ভরেও বিজেপি সরকারের শেষ রক্ষা হবে না। দেশের জন বিরোধী সরকারকে মানুষ ছুড়ে ফেলে দিতে প্রস্তুত। তার দাবি, কয়েকটা জনবিরোধী বিলকে আইনিরূপ দিতে সংসদকে বিরোধী শূন্য করা হয়েছিল। মানুষের কন্ঠরোধ করতে সংসদকে বিরোধীশূন্য করে বিজেপি সরকার তার একনায়ক রূপ আবারও স্পষ্ট করে দিল। তার অভিযোগ, একজন বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে দুজন বহিরাগত সংসদ কক্ষে ঢুকে সংসদের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিল। তাই বিরোধী দলের সাংসদদের দাবি ছিল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দিতে হবে। তবে এ পথে গেল না শাসক দল। উল্টো বিরোধী সাংসদদের বহিষ্কার করা হলো। তিনি বলেন, উদ্দেশ্য স্পষ্ট হয়েছে পরে যখন জনবিরোধী বিলকে আইনে পরিণত করল বিরোধীহীন সাংসদে। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি সরকার কালো টাকার জোরে মানুষকে ভুল বুঝিয়ে কিছু নির্বাচন জিতেছে। তবে বিজেপি সরকার বুঝেছে তাদের সময় শেষ হয়ে গিয়েছে। তাই মানুষের মুখ বন্ধ করতে স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। তবে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখে বিজেপি সরকার ভয় পেয়ে গিয়েছে বিজেপি। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তার অভিযোগ, বিজেপি সরকার কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। নির্বাচনে প্রতিশ্রুতি পালন করেনি। বিজেপি বিশ্বাস ঘাতক। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি সরকারের দৌলতে রাজ্যে একটি সদ্যজাত শিশুর মূল্য মাত্র ত্রিশ হাজার টাকা। রাজ্যে উপজাতি জন সমাজের মধ্যে অনাহার চলছে। আমরা বহুবার বলেছি। সরকার শোনেনি, এবারও সত্য ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত বিজেপি সরকার। তাই জন বিরোধী সরকারকে চব্বিশের নির্বাচনে হটানোর জন্যে তিনি আহ্বান জানান। রাজ্যে বিজেপির ক্ষমতা দখল রুখে দিতে হবে। এ লক্ষ্যে চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে ইন্ডিয়া জোট কার্যকর হচ্ছে। এ লক্ষ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যা সিদ্ধান্ত তা মান্যতা দিল সিপিএম। আমাদের লক্ষ্য জনবিরোধী বিজেপি সরকারকে বিদায় করা। রাজ্যের উপজাতি জনসমাজও এখন সব বুঝে গিয়েছেন। রাজ্য ভাগের নাম করে আঠারো সাল থেকে কীভাবে মানুষকে ঠকানো হচ্ছে। তাই ইন্ডিয়া জোটের বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা রাজ্যেও কার্যকর করবে সিপিএম। এদিন ওরিয়েন্ট চৌমুহনীর সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ নারায়ণ কর প্রমুখ। মেলার মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে সভায় মিলিত হয়।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

23 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

23 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

23 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

23 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

24 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago