রাজ্যেও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াইয়ের বার্তা দিলেন প্রদ্যোত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
উপজাতি জনসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন,বর্তমানে রাজ্যের প্রায় ১৫ লক্ষ ট্রাইবেল মানুষ বিপন্ন।তাই রাজ্যের উপজাতি জনসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর এই পথে নয়াদিল্লীতে চাপ না দিলে আবারও আমাদের রাজ্যে বঞ্চিত থাকতে হবে।তার মতে ত্রিপুরায় দশকের পর দশক উপজাতি জনসমাজকে বঞ্চিত করা হয়েছে।তাই এখন ঐক্যবদ্ধ না হলে আমাদের আগামীদিনেও গোলামি করতে হবে। প্রদ্যোত কিশোর দেববর্মণ মণিপুরের প্রসঙ্গ টেনে এনে বলেন, কুকি-মেইতির সাথে লড়াই করছে এবং হিন্দু-খ্রিস্টানের সাথে লড়াই করছে মণিপুরে। যদিও এতে কুকি-মেইতি এবং হিন্দু-খ্রিস্টান কারোর লাভ হবে না।উল্টো ক্ষতি হচ্ছে মণিপুরের।তাই ত্রিপুরাতেও যদি জমাতিয়া, কলই, রিয়াং,দেববর্মা, মলসম সহ অন্যান্য উপজাতি জনগোষ্ঠী একে অপরের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে লড়াইয়ে ব্যস্ত থাকে।তবে আদতে ক্ষতি হবে রাজ্যে ১৫ লক্ষ উপজাতি মানুষের। তিনি বলেন,রাজ্যে উপজাতি
মানুষ লড়াইয়ে থাকলে উপজাতি জনসমাজ কমে দাঁড়ায় মাত্র ৫ লক্ষ।তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে ১৫ লক্ষ উপজাতি মানুষের কথা ভাবছে না দিল্লী।তাই আমরা যদি রাজনৈতিক উদ্দেশে বিভাজিত থাকি, তবে রাজ্যের উপজাতি জনসমাজ আর কিছুই পাবে না।
তিনি বলেন, আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারের একটি জেলা থেকেও আমাদের জনসংখ্যা কম।তাই দিল্লী থেকে আমাদের কেউ সাহায্য করতে আসবে না। রাজ্যে উপজাতি মানুষ ঐক্যবদ্ধ থাকলেই আমাদের সমস্যার নিরসন হবে।
প্রদ্যোত কিশোর দেববর্মণ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে আরও বলেন, আইপিএফটি, রাজ্যের উপজাতি নেতৃত্ব, বিজেপির মধ্যে থাকা আমাদের নেতৃত্ব সাথে আলোচনা হয়েছে। তারাও বুঝতে পারছেন ঐক্যবদ্ধ না থাকলে উপজাতি জনসমাজের দুর্ভোগ আর শেষ হবে না। তিনি বলেন, আমাদের ভাবতে হবে। আমরা কি পেলাম? দেখা যাবে একটি অংশ আমাদের বিভাজন করে ক্ষমতায় বসে গিয়েছে। তবে উপজাতি জনসমাজ সর্বক্ষেত্রেই বঞ্চিত রয়ে গেলেন। আমাদের মূল লক্ষ্য ভবিষ্যৎ সুরক্ষিত করা। বিভাজন যারা করতে চাইছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে।
প্রদ্যোত কিশোর দেববর্মণ হুঁশিয়ারি দিয়ে বলেন,এখন আর দিল্লীতে গিয়ে রাজ্যের উপজাতি জনসমাজকে বিক্রি করে নিজেদের শ্রীবৃদ্ধি করার ভাবনাচিন্তা ছেড়ে দিন। এসব আর আমরা হতে দিব না। তাই রাজনীতি ছেড়ে সকলকে দিল্লীর কাছে ঐক্যবদ্ধভাবে দাবি করতে হবে। তবে আমাদের সমস্যার স্থায়ী সমাধান হবে। এখন থেকেই আমাদের মানসিকতার পরিবর্তন করে রাজপথে নামতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ছেড়ে দিয়ে রাজ্যে আসন্ন সব নির্বাচনে ত্রিপুরার ১৫ লক্ষ উপজাতি জনসমাজের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এদিনও তিনি ভিলেজ কমিটির ভোটে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে বার্তা দিলেন। রাজ্যের ১৫ লক্ষ উপজাতি মানুষের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়েরও তিনি আহ্বান জানান।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

1 hour ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

2 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

2 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

2 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

3 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

4 hours ago