রাজ্যেও জগদ্ধাত্রি পুজো !

 রাজ্যেও জগদ্ধাত্রি পুজো !
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জগদ্ধাত্রী, অর্থাৎ যে জগতকে ধারণ করে আছে, তিনিই জগদ্ধাত্রী। অগ্রহায়ণ মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর উমা মহেশ্বরী তথা মা আনন্দময়ী আশ্রমে। জগদ্ধাত্রী হলেন শক্তির দেবী। মা দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। তিথি অনুসারে মঙ্গলবার মহানবমী। রাজ্যেও ঘটা করে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা।

আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। একই দিনে মাকে করা হবে তিনবার পূজা। সপ্তমী, অষ্টমী, নবমী। পূজা কে কেন্দ্র করে আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।।।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.