রাজ্যেও প্রচারে ঝড় তুলতে জোর প্রস্তুতি পদ্ম শিবিরে!!
অনলাইন প্রতিনিধি :-আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির প্রচার আনুষ্ঠানিকভাবে গত ৮ মার্চ শুরু হয়ে গেলেও আগামী কয়েকদিনের মধ্যে প্রচারের ঝড় তুলতে চলেছে পদ্ম শিবির।বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শলাপরামর্শ ক্রমে প্রচারে সূচি তৈরি করা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।প্রচার সংক্রান্ত বিভিন্ন কৌশল স্থির করার লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে বিজেপির একটি কেন্দ্রীয় দল রাজ্যে আসছেন বলেও জানা গেছে।প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসনের ভোট হওয়ায় আসনকে কেন্দ্র করে তৎপরতা বেশি চলবে।এই আসনের সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন একসাথে হতে চলেছে।যার প্রেক্ষিতে প্রচারে বাড়তি মাত্রা নিয়ে নামবে শিবির।দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নির্বাচনি প্রচারও আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে।রাজ্যের সবকয়টি জেলাতে তিনি প্রচারে যাবেন বলেও জানা গেছে।এদিকে, প্রচার কর্মসূচির সাথে সাথে শাসক শিবিরে যোগদানের কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানা গেছে।গত একমাস ধরেই রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে বিজেপিতে যোগদানের কর্মসূচি।
এদিকে মোদি-মানিক সাহা সরকারের বিকাশ নীতির উপর আস্থা রেখে রবিবার বড়জলা মণ্ডলের অন্তর্গত ২৫ নং বুথে মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে এক যোগদান সভায় বিভিন্ন বিরোধী দল ছেড়ে ৬২ পরিবারের ২০০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের শাসক শিবিরে স্বাগত জানান মন্ত্রীসহ মণ্ডল নেতৃত্ব।